Menu
menu-icon close
  • মাইরালা

ছোটবেলায় লোডশেডিংয়ের সময় যে ৮টি ব্যাপার একটু বেশিই মজার ছিল

Thumbnail

by Maisha Farah Oishi

১০:২৮, ৯ সেপ্টেম্বর ২০২২

ছোটবেলায় লোডশেডিংয়ের সময় যে ৮টি ব্যাপার একটু বেশিই মজার ছিল

লোডশেডিং এর মাত্রা আগের চেয়ে এখন কিছুটা হলেও কমে গেছে। কিন্তু ছোটবেলার দিনগুলোতে প্রায় প্রতিদিনই লোডশেডিং হতো। সেই সময়ের মজার কিছু স্মৃতি নিয়েই আজকের এই লিস্ট।

১. গরমের বাহানা দেখিয়ে পড়ালেখা থেকে ব্রেক নেয়া

২. ইলেকট্রিসিটি আসার সাথে সাথে সবার আগে ছুটে গিয়ে মোম নেভানো

৩. অন্য এলাকায় ইলেকট্রিসিটি চলে যাওয়া মানে ধরে নেয়া যে, নিজের এলাকায় ইলেকট্রিসিটি আসবে

৪. ইলেকট্রিসিটি আসার সাথে সাথে পুরো মহল্লা জুড়ে আনন্দে চিৎকার করা

৫. পরিবারের সবাই মিলে গানের কলি খেলা অথবা ভূতের গল্পের আসর জমানো

৬. বাসার নিচে অথবা ছাদে আশেপাশের সমবয়সীদের সাথে মিলে কোন গেইম খেলা

৭. টিভিতে পছন্দের প্রোগ্রাম চলাকালীন ইলেকট্রিসিটি চলে যাওয়ায় দুঃখে হা-হুতাশ করা

৮. বিভিন্ন ধরনের টর্চ আর লেজার লাইট নিয়ে শো-অফ করা

SHARE THIS ARTICLE

Trending NOW