Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি একটু বেশিই শান্তিপ্রিয়

Thumbnail

by Maisha Farah Oishi

০৯:১৩, ১ ফেব্রুয়ারি ২০২৩

যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি একটু বেশিই শান্তিপ্রিয়

আপনার যদি কোনরকম ঝুটঝামেলা অথবা অশান্তি একদমই ভালো না লাগে আর সবসময় শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান, তাহলে আজকের এই লিস্টের সাথে অবশ্যই রিলেট করতে পারবেন

১. যেকোনো ঝগড়াঝাটি আর ঝামেলার সময় আপনি মজা না দেখে বরং সেখান থেকে কেটে পড়েন

২. অযথাই অন্যদের নিয়ে গসিপ-বিচিং না করে আপনি নিজের মতো থাকতেই পছন্দ করেন

৩. যেকোন ধরণের ড্রামা থেকে নিজেকে ১০০ হাত দূরে রাখেন

৪. অন্যদের কথার পাল্টা জবাব আপনার কাছে থাকলেও, যতটা পারেন তর্ক এড়িয়ে চলেন

৫. শান্তি বজায় রাখতে অনেক সময় ইচ্ছা করেই সরি বলেন অথবা কথায় সায় দিয়ে দেন

৬. অতিরিক্ত ভায়োলেন্ট কোন মুভি/সিরিজ এমনকি গেইমও আপনার ভালো লাগে না

৭. মানুষ গ্যাঞ্জাম আর অযথা ড্রামা কেন করে, সেটা আপনি কখনোই বুঝেন না

৮. অন্য সব কিছুর চেয়ে, আপনার কাছে দিনশেষে একটা শান্তির ঘুম অনেক বেশি ইম্পরটেন্ট

SHARE THIS ARTICLE