Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যারা টিউশনি করায়, কেবল তারাই যে ৮টি স্ট্রাগলের মানে বুঝবে

Thumbnail

by Maisha Farah Oishi

২০:৫৫, ৫ জুলাই ২০২৩

যারা টিউশনি করায়, কেবল তারাই যে ৮টি স্ট্রাগলের মানে বুঝবে

টুকটাক হাত-খরচ চালাতে অনেকেই স্টুডেন্ট পড়ায় অথবা কখনো পড়িয়েছে। আর টিউশনি করাতে গেলে যে কি কি ধরনের প্যারা খেতে হয়, সেটা নিয়েই আজকের এই লিস্ট।

১. একদিন পড়াতে না গেলেই স্টুডেন্টের বাসা থেকে ফোন আসা শুরু হয়ে যাওয়া

২. প্রতিদিন সেই একই বোরিং চা-বিস্কুট নাস্তা হিসেবে খাওয়া

৩. সময়মত টাকা না দিলে, নানাভাবে আকারে- ইঙ্গিতে টিউশনের ফি চাওয়া

৪. স্টুডেন্ট যতই খারাপ হোক, ‘ওর ব্রেইন ভালো কিন্তু পড়ে না’ – এই ডায়লগ মেরে যাওয়া!

৫. ঠিকমত পড়ানোর পরেও, স্টুডেন্টের গার্ডিয়ানের আবদার অনুযায়ী আরও বেশি সময় নিয়ে বসে থাকা

৬. স্টুডেন্টের নানারকম আজগুবি প্রশ্ন আর গল্প শোনা

৭. স্টুডেন্ট এর রেজাল্ট ভালো না হলে গার্ডিয়ানের সামনে অন্য লেভেলের Awkward situation এর মধ্যে দিয়ে যাওয়া

৮. প্রায়ই স্টুডেন্টের বাসার নানারকম ঝগড়া- চিল্লাচিল্লি আর ড্রামার সাক্ষী হওয়া

SHARE THIS ARTICLE