Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

যে ১০টি ব্যাপার শুধুমাত্র একজন আইসক্রিম লাভারই রিলেট করতে পারবে

Thumbnail

by Bishal Dhar

১৫:২১, ৯ জুন ২০২৩

যে ১০টি ব্যাপার শুধুমাত্র একজন আইসক্রিম লাভারই রিলেট করতে পারবে

এমন মানুষ খুঁজে পাওয়া দায় যার আইসক্রিম ভালো লাগে না। কিন্ত এক্সট্রিম আইসক্রিম লাভার তারাই, যাদের কাছে শুধু গরমকালই আইসক্রিম খাওয়ার সময় নয়, বরং হাড়কাঁপানো শীতের মাঝেও কাপতে কাপতে তারা খুশিমনে দু চারটা আইসক্রিম খেয়ে ফেলতে পারে। আইসক্রিম যাদের কাছে প্রথম প্রেমের মত, আর পেট একদম ফুল থাকলেও আইসক্রিমের জন্য যাদের পেটে সব সময় আলাদা স্পেস থাকে শুধুমাত্র তারাই এই বিষয়গুলো রিলেট করতে পারবে।

১. আইসক্রিম আপনার প্রথম প্রেম, পুরো পৃথিবী একদিকে আর আইসক্রিম আরেকদিকে

২. আপনার কাছে ক্যারিয়ার চুজের চেয়েও, কঠিন কাজ হলো কোন আইসক্রিম খাবেন, সেটার ফ্লেভার বেছে নেওয়া

৩. আইসক্রিমটা সম্পূর্ণ মনোযোগের সাথে খেতেই আপনি ভালোবাসেন, সে সময় কেউ ডিস্টার্ব করলে মাথা গরম হয়ে যায়

৪. যত পেট ভরেই খেয়ে উঠুন না কেনো, আইসক্রিমের জন্য পেটের এক কোনায় সবসময় জায়গা খালি থাকবেই আপনার

৫. ডেজার্ট কি সেটা কোন বিষয় না, উপরে টপিং হিসেবে আইসক্রিম থাকলেই হলো

৬. আইসক্রিম আপনার জন্য মুড চেঞ্জার, মেজাজ যতই খারাপ থাকুক, আইসক্রিম পেলে তা ভালো হতে বাধ্য

৭. সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত যেকোন সময়ই আপনার জন্য আইসক্রিম আওয়ার

৮. আইসক্রিম পার্লারে গেলে এক স্কুপে আপনার পোষায় না, মিনিমাম ৩ স্কুপ তো খেতেই হবে

৯. আপনার কাছে ব্রেকাপের চেয়েও বেশি কস্টকর ব্যাপার হচ্ছে, আইসক্রিমের বক্স খুলে মশলা পাওয়া

১০. শীতকালে গায়ে গরম কাপড় জড়িয়ে কাপতে কাপতেও যদি হাতে আইসক্রিম দেওয়া হয়, আপনি তা নিমিষেই খেয়ে নিবেন

SHARE THIS ARTICLE