Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

লিফটে যে ৮ ধরনের মানুষের দেখা আপনি পাবেন

Thumbnail

by Bishal Dhar

২১:৪০, ৭ মার্চ ২০২৩

লিফটে যে ৮ ধরনের মানুষের দেখা আপনি পাবেন

অফিস হোক কিংবা বাসা- লিফটবিহীন জীবন আমাদের জীবনে প্যারা অনেক বাড়িয়ে দেয়। প্রতিনিয়ত ব্যবহার করা এই জায়গাটিতে একটু খেয়াল করলেই দেখবেন, কিছু নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ রয়েছে। আজ জেনে নিন এমনই কিছু মানুষ সম্পর্কে, যাদের দেখা আপনি সব জায়গার লিফটেই পাবেন।

১. এক তলা থেকে দুই তলায় যাওয়ার জন্য যারা লাইনে দাঁড়িয়ে থাকে

২. মাঝখানের কোনো ফ্লোরে দাঁড়িয়ে থেকে যারা লিফট ভর্তি মানুষ দেখে চমকে উঠে বা বিরক্ত হয়ে যায়

৩. যারা অন্যদের সাথে নিজে নিজেই সেধে কথা বলে

৪. যাদের লিফটে উঠেই জরুরি ফোন করার দরকার হয়

৫. লিফটে উঠার পর যারা আশপাশের সবাইকে ইগনোর করে জোরে জোরে নিজেদের কথাবার্তা শুরু করে

৬. যারা লিফটে উঠে লাইন মারা শুরু করে

৭. যারা কোন কথা বলে না, কিন্তু লিফটে থাকা অন্যদের সাথে হাসি বিনিময় করে

৮. আরেকদল থাকে যারা গায়ে টাচ লাগা নিয়ে লিফটে থাকা অন্যদের সাথে গ্যাঞ্জাম করে

SHARE THIS ARTICLE