Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

আমাদের ইন্টারনেটবিহীন শৈশবকে যে বিষয়গুলো রাঙিয়ে রেখেছিলো

Thumbnail

by Bishal Dhar

২৩:৫৯, ২১ অক্টোবর ২০২২

আমাদের ইন্টারনেটবিহীন শৈশবকে যে বিষয়গুলো রাঙিয়ে রেখেছিলো

আমরা যারা ৯০ দশকে জন্মেছি তারাই বোধহয় ইন্টারনেটবিহীন দারুণ একটা শৈশব কাটাতে পেরেছিলাম। আমাদের ছোটবেলায় সবার বাসায় এখনকার মত না ছিলো কম্পিউটার, না ছিলো সবার হাতে হাতে স্মার্টফোন, এসবের বদলে বরং অন্য অনেকগুলো বিষয় আমাদের শৈশবকে অনেক বেশি রঙিন করে রেখেছিলো। আজকের লিস্ট সেসব বিষয় নিয়েই

১. বিকেলে ক্রিকেট/ফুটবল খেলতে যাওয়া

২. পাড়ার গেমসের দোকানে ভিড় জমানো

৩. বিটিভিতে শুক্রবার বিকেলের বাংলা সিনেমা দেখা

৪. ডিভিডি ভাড়া করে এনে কারো বাসায় একসাথে দেখা

৫. পরিবারের সবাই একসাথে বসে ”ইত্যাদি” দেখা

৬. লটারিতে বেশি আইসক্রিম পাওয়া

৭. গরমের ছুটিতে বাবা-মায়ের সাথে মামাবাড়ি বা অন্য কোথাও ঘুরতে যাওয়া

৮. টিনটিন কিংবা চাচা-চৌধুরীর কমিক বুক পড়া

৯. বিটিভিতে সিন্দাবাদ,রবিন-হুড কিংবা আলিফ লায়লার মত একগাদা বিদেশি টিভি শো দেখা

১০. ল্যান্ডফোনে কথা বলা

SHARE THIS ARTICLE

Trending NOW