Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

যে ৭টি কারণে কুম্ভ রাশির মানুষেরা পার্টনার হিসেবে ভালো হয়

Thumbnail

by Maisha Farah Oishi

১৩:০০, ১৭ জানুয়ারি ২০২৩

যে ৭টি কারণে কুম্ভ রাশির মানুষেরা পার্টনার হিসেবে ভালো হয়

এখন চলছে কুম্ভ রাশির সিজন। এই রাশির মানুষেরা নিজের কাছের বন্ধুদের প্রতি বেশ যত্নশীল হয়ে থাকে। আর সঙ্গী হিসেবেও এরা ঠিক কিসব কারণে ভালো, তা জেনে নিন আজকের লিস্ট থেকে

১. এরা সাধারণত নিজের পার্টনারকে বন্ধু হিসেবেও দেখে, তাই প্রেমের পাশাপাশি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে

২. এরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট স্বভাবের, তাই সবকিছুর জন্য নিজের পার্টনারের ওপর নির্ভরশীল হয়ে থাকে না

৩. যেকোনো নতুন অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারের জন্য এরা সব সময় রেডি থাকে, তাই সম্পর্কে boredom আসার চান্স কম

৪. এরা যথেষ্ট ওপেন-মাইন্ডেড হয়ে থাকে আর নিজের পার্টনারকে প্রয়োজনীয় স্পেইস দিতে জানে

৫. লিসেনার হিসেবে এরা ভালো আর যেকোনো ব্যাপারে যথাযথ পরামর্শ দিতে জানে, যেটা সম্পর্কের ক্ষেত্রেও বেশ হেল্পফুল

৬. এরা সাধারণত আন্ডারস্ট্যান্ডিং স্বভাবের, যেটা রিলেশনশিপে খুবই দরকার

৭. নিজের পার্টনারের প্রতি এরা ভীষণ কেয়ারিং আর protective হয়ে থাকে

SHARE THIS ARTICLE