Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

আমাদের সবার জীবনেই যে মিথ্যাগুলো রয়েছে

Thumbnail

by Bishal Dhar

১১:৩৮, ৬ মে ২০২৩

আমাদের সবার জীবনেই যে মিথ্যাগুলো রয়েছে

আমাদের সমগ্র জীবনটাই যেন চলে যাচ্ছে মিথ্যার উপরে! সকালে জেগে উঠা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিনই আমরা কম-বেশি কতো মিথ্যার উপর দিয়ে যে থাকি! বিশ্বাস না হলে আজকের এই লিস্ট দেখুন, কমন পরে কিনা!

১. তোমাকে ছাড়া বাঁচবো না

২. ভাই উঠেন, সিট আছে

৩. দোস্ত দাঁড়া, ৫ মিনিটে আসতেসি

৪. ভার্সিটিতে উঠলেই আর কোন লেখাপড়া নাই

৫. ভাই এবারের মতো করে দেন, সামনে পেমেন্ট বাড়ায় দিবো

৬. আরে, ও আমার জাস্ট ফ্রেন্ড!

৭. মামা যা ভাড়া আসে তাই দিয়েন

৮. নারে দোস্ত, একটা টাকাও নাই বিশ্বাস কর!

SHARE THIS ARTICLE