Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

টক্সিক ক্লাসমেট বা কলিগ থাকলে যেসব সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়

Thumbnail

by Nabila Faiza Islam

১৮:৩৯, ৯ মে ২০২৩

টক্সিক ক্লাসমেট বা কলিগ থাকলে যেসব সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়

আমরা মাঝে মাঝে এমন সিচুয়েশনে পড়ি যে আমাদের Coworkers বা Classmates দের মধ্যে অনেকেই Toxic থাকে। এইরকম হলে আমাদের অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ইচ্ছাও করে না। সেই Toxic Environment  থেকে নিজেকে সরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেও আমরা মাঝে মাঝে নিজেদেরকে সরিয়ে আনতে পারি না। ঠিক কি কি হয় Toxic Coworkers বা Classmates থাকলে এই লিস্ট থেকে দেখে নিন। 

১.  প্রতিদিন অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় মনে হয় কোন যুদ্ধের ময়দানে যাচ্ছি। 

২. অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে অনেক কষ্ট করে মুখে হাসি ফুটিয়ে Toxic Coworkers বা Classmates দের সাথে কথা বলতে হয়। 

৩. তাদের ব্যাপারে প্রতিদিনই teachers বা বসের কাছে Complain করতে মন চায়

৪. তাদের সাথে এক টিমে কাজ করতে হলে অনেক কষ্টে Cooperate করা লাগে 

৫. তাদের সাথে কথা বলা মানেই নিজের জন্য emotional damage ডেকে আনা। 

৬. তারা কোনো না কোনো excuse এ  ঝগড়া করতে চায় অথবা কোন একটা ঝামেলা বাঁধায় 

SHARE THIS ARTICLE