Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

প্রতি শনিবার রাতে চাকুরিজীবীদের মাথায় যে ৮টি চিন্তা আসবেই

Thumbnail

by Maisha Farah Oishi

১৪:৫২, ১৯ মে ২০২৩

প্রতি শনিবার রাতে চাকুরিজীবীদের মাথায় যে ৮টি চিন্তা আসবেই

যারা সপ্তাহে পাঁচদিন অফিস করে, তারাই শুধু জানে চাকরিজীবনের কেমন প্যারা! আর উইকেন্ড তো একেবারে চোখের পলকেই শেষ হয়ে যায়। তাই উইকেন্ডের শেষে এই চিন্তাগুলো সব চাকরিজীবীদের মাথাতেই ঘুরপাক খায়।

১. ধুর বা*! কালকে রবিবার…

২. কিছুই করা হয় নাই, সবগুলা কাজ জমে আছে! আচ্ছা থাক, নেক্সট উইকেন্ডে করবো

৩. নাহ! এই দুইদিন শুয়ে বসে মুভি-সিরিজ দেখে কাটিয়ে দেয়া উচিত হয় নাই

৪. আচ্ছা! এই চাকরিটা কি আমার আসলেই দরকার?

৫. এক কাজ করি একটা অজুহাত দিয়ে কাল বাংক মারি! কিন্তু কোনো অজুহাত কি বাকি আছে?

৬. কেন যে বড় হয়ে গেলাম?

৭. কবে যে এসব শেষ করে একটু নিজের মতো অবসর সময় কাটাতে পারবো?

৮. নাহ! যেতেই হবে…. এক কাজ করি! কাল গিয়েই ইন্টার্নটাকে একগাদা কাজ দিয়ে প্যারা দিব! মন ভাল হয়ে যাবে…

SHARE THIS ARTICLE

Trending NOW