যে ৯টি লক্ষণে বুঝবেন আপনি কলসের মতো অলস
by Bishal Dhar
২২:১২, ১২ অক্টোবর ২০২২
কলসের মতো অলস বলার কারণটা প্রথমেই একটু বুঝিয়ে বলি, কলস যেমন এক জায়গায় বসে থাকে অন্য কেউ নড়াচড়া না করলে নড়ে না, তেমনি আমাদের আশপাশে অনেক মানুষ আছে যাদের দিয়ে স্বেচ্ছায় আপনি কোন কাজই করাতে পারবেন না। হতে পারে তেমনটা আপনিও! আজ তাই জেনে নিন কোন লক্ষনগুলো প্রমাণ করে আপনি কলসের মতো অলস!
১. কড়া একটা ঘুম দিয়ে উঠার পরেও আপনার ঘুম পায়
২. কোন কিছু না করেও আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন
৩. দুইতলায় উঠার জন্যেও আপনার লিফট লাগে
৪. নিজের বিছানায় একটু আরাম করে থাকার লোভে আপনি বন্ধুদের সাথে বিভিন্ন প্ল্যানে পল্টি নিয়ে নেন
৫. ছুটির দিন মানেই আপনার কাছে ঘুম দিবস
৬. যতই দরকার থাক, হাতের নাগালের মধ্যে না থাকলে উঠে গিয়ে আপনি সেটি নেন না
৭. আপনি গত কয়েকবছর ধরে জিমে যাচ্ছেন, তবে সেটা মনে মনে
৮. “আজ না কাল করবো” এটা আপনার জাতীয় ডায়লগ
৯. সব কাজ আপনি একদম শেষ মুহূর্তের জন্য জমিয়ে রাখেন
SHARE THIS ARTICLE