Menu
menu-icon close
  • মাইরালা

বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যে ১০ ধরণের মানুষের দেখা আপনি পাবেনই পাবেন

Thumbnail

by Bishal Dhar

১৭:৫০, ২০ ডিসেম্বর ২০২২

বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যে ১০ ধরণের মানুষের দেখা আপনি পাবেনই পাবেন

আমাদের এখনকার জেনারেশন হচ্ছে রেস্টুরেন্ট জেনারেশন। বন্ধুর বার্থডে হোক বা ব্রেকাপ, ডেট কিংবা অফিশিয়াল মিটিং, সবকিছুই হয়ে যাচ্ছে রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোতে খাওয়া দাওয়াটাই এখন মুখ্য বিষয় না। তবে কিছু সংখ্যক মানুষ এখনও শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যেই যায়। সবকিছু মিলিয়েই যে ১০ ধরনের মানুষ আপনি রেস্টুরেন্টে গেলে খুঁজে পাবেন, আজ তাদের নিয়েই এই এলবাম।

১. কবুতরের জোড়া – ইনারা মূলত লাভ বার্ডস, খেতে নয় একজন আরেকজনকে কাছে পেতেই রেস্টুরেন্টে যান

২. ইন্সটাগ্রাফার – খাওয়াটা মূল উদ্দেশ্য নয়, নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল এস্থেটিক Foodography দিয়ে সমৃদ্ধ করতে এরা রেস্টুরেন্টে যায়

৩. স্বাস্থ্যমন্ত্রী – ফাস্টফুড খেতে গেলেও, এই স্বাস্থ্যমন্ত্রীরা বেশ স্বাস্থ্য সচেতন। ফাস্টফুডের দোকানে ঢুকে সালাদ খেতে ভালোবাসেন এরা

৪. লাফিং স্কোয়াড – এদের হাসাহাসির আওয়াজের জন্য, আশপাশের মানুষজনের অবস্থা খারাপ হয়ে যায়a

৫. ফোনোফ্রেন্ড – মূলত এদের রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে “In a relationship with my phone” রেস্টুরেন্টে ঢুকে ফোন স্ক্রল করতে করতে মাঝেমধ্যে এরা ভুলেই যান কেনো এসেছিলেন

৬. অফার হান্টার – যেখানেই থাকিবে অফার, সেখানেই ঝাঁপিয়ে পড়ার নীতিতে বিশ্বাসী এরা। কোন রেস্টুরেন্ট ২ সেকেন্ডে ১২ ইঞ্চি ফ্রি পিজা খাওয়ার অফার দিলেও সে সুযোগ ইনারা ছাড়তে চান না

৭. একাই ১০০ – বন্ধু-বান্ধব বা অন্য কোন সঙ্গের দরকার নেই এদের। যেকোন রেস্টুরেন্টে ঢুকে চুপচাপ খেয়ে দেয়ে নোয়াখালীবাসীর মতো চলে যান

৮. চ্যালেঞ্জার – এরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। খেতে গিয়ে সুপার নাগা বার্গারে আরো আরো এক্সট্রা স্পাইস অ্যাড করে বন্ধুদের চমকে দিয়ে তাদের থেকে ট্রিট আদায় করে নিতে এরা বেশ ওস্তাদ। কারণ নাগার আফটার ইফেক্ট নিয়ে এরা এত চিন্তিত না

৯. কাজের লোক – এরা আসলে কাজের লোক, ভুল ভাবার কিছু নাই। একটা কফি নিয়ে কোন এক কোনায় বসে ঘন্টাখানেক নিজের কাজের সাথে অনায়াশেই কাঁটিয়ে দিতে পারেন

১০. সেলফি লাভার – ১০০ টাকার বার্গার কিনে ২০০টা সেলফি তুলে, Eating burger with 69 people না দিলে এদের পেটের বার্গার হজম হয় না

SHARE THIS ARTICLE