Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

পরিবারের অমতে বিয়ে করার আগে যে ৮টি ব্যাপার জেনে রাখা জরুরি

Thumbnail

by Bishal Dhar

২৩:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

পরিবারের অমতে বিয়ে করার আগে যে ৮টি ব্যাপার জেনে রাখা জরুরি

বিয়ে করা মন এবং স্বাস্থ্যের জন্য ভালো জিনিস, তবে সমস্যা হলো আবেগের বশে অনেকেই পরিবারের অমতে বিয়ে করে বসেন। এতে মনের মানুষকে কাছে পাওয়া যায় সত্যি, তবে একইসাথে অন্য কিছু বিষয়ে গোলমাল লেগে যায়। তাই প্রেম করে বিয়ে করবেন ভালো কথা, পরিবারকে মানিয়ে সাথে নিয়েই করার চেষ্টা করুন। আর আজ জেনে নিন ঠিক কি কি বিষয় ভুলে যাওয়া উচিত নয় –

১. আপনার বাবা যদি চৌধুরী সাহেবের মতো রাগী হয় তবে ত্যাজ্য করে আপনাকে তার সম্পত্তির ভাগ দিবেন না

২. এরপর আপনাদের দুজনকে বাসা থেকে বের করে দেওয়ার সম্ভাবনাও একদম ১০০ তে ১০০

৩. বিয়ে করার জন্য বন্ধুরা অনেক উৎসাহ দিলেও, দরকারের সময় কারো বাসাতেই উঠতে দিবে না

৪. চাকরি থাকলে চেনা কাউকে ধরে থেকে একটা বাসা খুঁজেই নিতে পারেন সাহস করে, কিন্তু যদি চাকরি না থাকে, তাহলে বুঝতেই পারছেন!

৫. পার্টনারের পরিবার যদি ভায়োলেন্ট হয়, তবে তো আপনার খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ

৬. এতদিন যাদের কাছের মানুষ ভেবে এসেছেন, হেল্প চাইতে পারেন ভেবে তারাই আপনাকে তখন এড়িয়ে চলা শুরু করবে

৭. জীবনটা মোটামুটি শাবানা-জসিমের বাংলা সিনেমার প্লট হয়ে যাবে

৮. আর বিয়ের পর যদি দেখেন এত কাহিনি দেখে আপনার পার্টানারও বেঁকে বসেছে, তবে ভাই আপনার আমও গেল ছালাও গেল

SHARE THIS ARTICLE