Menu
menu-icon close
  • কস্কি মমিন
  • ভাল্লাগসে

লোডশেডিং এর সময় নিজেকে গরমের হাত থেকে বাঁচাতে জেনে নিন কিছু নিনজা টেকনিক

Thumbnail

by Maisha Farah Oishi

২১:৪১, ৩১ মে ২০২৩

লোডশেডিং এর সময় নিজেকে গরমের হাত থেকে বাঁচাতে জেনে নিন কিছু নিনজা টেকনিক

একদিকে ভয়াবহ গরম, অন্যদিকে একটু পর পর লোডশেডিং- বেঁচে থাকাই যেন দুর্বিষহ হয়ে পড়েছে। এরকম সময়ে নিজেকে কিভাবে বাঁচাবেন সেটা নিয়েই আমাদের আজকের আয়োজন। 

১. যদি এসি থাকে, তাহলে যতক্ষণ ইলেকট্রিসিটি আছে এসি ছেড়ে ঘর হিম শীতল বানিয়ে ফেলুন, যেন ইলেকট্রিসিটি যাওয়ার পরও ঘন্টাখানেক রুম ঠান্ডা থাকে

২. লোডশেডিং হওয়ার সাথে সাথেই শাওয়ার নিতে চলে যান এবং যতক্ষণ ইলেকট্রিসিটি না থাকে শাওয়ার নিতেই থাকুন 

৩. ঘরের মধ্যে একটা বালতিতে ঠান্ডা পানি রেখে, তাতে বরফ আর ঠান্ডা পানির বোতল রেখে দিন (এটা কিন্তু আসলেও কিছুটা কাজ করে, যাচাই করে দেখতে পারেন)

৪. আইসক্রিম দিয়ে ফ্রিজ ভর্তি করে রাখুন, লোডশেডিং হলেই আইসক্রিম গিলতে শুরু করবেন 

৫. মেঝেতে ঠান্ডা পানি ঢেলে সেখানে শুয়ে পড়বেন

৬. একটা গামছা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন, লোডশেডিং হলেই সেটা গায়ে জড়িয়ে বসে থাকবেন!

SHARE THIS ARTICLE