Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • ভাল্লাগসে

যেসব কারণে আজকাল ছুটির দিনগুলোতে “ছুটি” বলতে কিছু থাকে না

Thumbnail

by Efter Ahsan

১২:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২২

যেসব কারণে আজকাল ছুটির দিনগুলোতে “ছুটি” বলতে কিছু থাকে না

একটা ছুটির দিন! আহা, একটা ছুটির দিনের জন্যে সারা সপ্তাহ খেটে যাওয়া, একটা ছুটির দিনের জন্য প্রচুর প্রেসার নিয়ে সপ্তাহজুড়ে কাজ করতে থাকা। কিন্তু এই ছুটির দিন যখন সত্যিকার অর্থেই চলে আসে, তখন কি সত্যিই তা ছুটির দিন বলে মনে হয়? ছুটির দিনগুলোও কিভাবে আবেদন হারিয়ে ফেলেছে, চলুন সেটাই জেনে নেওয়া যাক।

১. বেশিরভাগ সময়েই দেখা যায় কোনো না কোনো পেন্ডিং কাজ থেকে যায়, যেটা ছুটির দিনের তোয়াক্কা না করে সেরে ফেলতে হয়

২. ছুটির দিনের জন্য বেশি বেশি প্ল্যান করলে ওই দিনটাও নাইন-টু-ফাইভ অফিসের মতো হয়ে যায়

৩. যারা একটু ঘুমাতে ভালোবাসে, তাদের কাছে ছুটির দিন তো পুরাই হাওয়াই মিঠাই। একবার ভালোমতো ঘুম দিলেই দিন শেষ!

৪. আজকাল সরকারি ছুটিগুলোও পড়ে শুক্র-শনিবারে। উইকেন্ডে পড়ায় কমে যায় ঈদ আর পূজার ছুটিও! মানে দুঃখের কোনো শেষ নাই লাইফে

৫. ছুটির দিনে যদি বাসায় গেস্ট আসে আর তাদেরকে আপ্যায়ন করার দায়িত্ব কেউ চাপিয়ে দেয়- তাহলে ছুটির দিন সেখানেই শেষ!

৬. আরো একটা বড় সমস্যা হলো, অনেকে ছুটিতে কি করবে এই প্ল্যান করতে গিয়ে আর অন্যদেরকে রাজি করাতে করাতেই ছুটির দিন হাওয়া হয়ে যায়

৭. দিনশেষে যখন মনে হয় যে ছুটি শেষ, তখন মনের ভিতর পরের দিনের ব্যস্ততা নিয়ে যে প্যানিক শুরু হয়, তা ছুটি দিনের শেষ মজাটুকুও নষ্ট করে দেয়!

SHARE THIS ARTICLE