Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

কাউকে সহজে ‘না’ করতে না পারার জন্য জীবনে যে ১০টি প্যারা খেতে হয়

Thumbnail

by Bishal Dhar

১৩:৩৬, ৫ মার্চ ২০২৩

কাউকে সহজে ‘না’ করতে না পারার জন্য জীবনে যে ১০টি প্যারা খেতে হয়

কোন কিছু করতে ইচ্ছা না করলে বা মন না চাইলে সবচেয়ে সহজ সমাধান কি? না করে দেওয়া। কিন্তু কিছু মানুষ আছেন যারা চাইলেই মুখের উপর মানুষকে না করে দিতে পারেন না, আর এই জন্যে তাদের জীবনে খেতে হয় অহেতুক অনেক প্যারা। আপনিও কি এমন? আজ তাহলে জেনে নিন কাউকে সহজে ‘না’ করতে না পারার জন্য আপনার জীবনে আসলে কি কি প্যারা খেতে হয়!

১. মানুষ তো অনুরোধের ঢেকি গেলে, অথচ আপনার এই ‘না’ করতে না পারার স্বভাবের জন্য আপনি রীতিমত অনুরোধের রাইস মিল গিলে ফেলেন মাঝেমধ্যে

২. অনেকেই আপনাকে হাল্কা ভেবে নেয়। ভাবে, চাইলেই আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে

৩. নিজের কাজের ঠিকমতো দামও পান না অনেক সময়

৪. ঠিক কীভাবে না করবেন এটা ভেবেই আপনি গলদঘর্ম হয়ে যান

৫. অহেতুক অন্যের চিন্তা নিজের ঘাড়ে বয়ে বেড়াতে হয়

৬. পরিস্থিতি অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়

৭. না চাইতেও এমন কিছু করতে হয়, যেটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না

৮. নিজের কাজের ক্ষতিও করে বসেন

৯. অনেক সময় না করে বসলেও মানুষজন সেটা পাত্তা দেয় না

১০. হ্যাঁ বলার পর শেষমেশ নিজেকেই নিজে গালাগাল দেন

SHARE THIS ARTICLE