Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

যে ৮টি কারণে আপনার যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা উচিত

Thumbnail

by Maisha Farah Oishi

০৭:২১, ৩ অক্টোবর ২০২২

যে ৮টি কারণে আপনার যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা উচিত

আশেপাশের সবাই যখন ধুমিয়ে বিয়ে-শাদী করছে, তার মধ্যে কি আপনি এখনো অবিবাহিত? তাহলে অবশ্যই আপনি যত জলদি পারেন বিয়েটা সেরে ফেলুন! ঠিক কি কি কারণে আপনার তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত সেটা নিয়েই আজকের এই লিস্ট।

১. বিভিন্ন দাওয়াতে আত্মীয়স্বজনেরা যখন শুধু আপনার বিয়ের ব্যাপারে জানতে চায়, তখন তাদের প্রশ্নের জবাব দেয়ার জন্য হলেও বিয়েটা করে ফেলেন

২. সুন্দর জামা-কাপড় পরে সেজেগুজে ফটোশুট করার জন্য হলেও বিয়ে করে ফেলুন

৩. দিন দিন আপনার বয়স বেড়ে যাচ্ছে, পরে যদি বিয়ে করার জন্য কাউকে খুঁজে না পান! তাই জলদি বিয়ে করে ফেলুন!

৪. আপনার সমবয়সী এবং ফ্রেন্ডদের সবাই যখন বিয়ে করে ফেলছে, তখন আপনিও তাদের সাথে কম্পিটিশন লাগিয়ে বিয়েটা করেই ফেলুন

৫. আপনার দাদি-নানি এবং পরিবারের বয়স্ক গুরুজনদেরও আপনার বিয়ে দেখার খুব শখ, সুতরাং তাদের জন্য এতটুকু তো করতেই পারেন

৬. আপনার বন্ধু-বান্ধবেরা যেন আপনার হলুদে ধুমিয়ে নাচানাচি করতে পারে, সেটার ব্যবস্থা করার জন্য হলেও বিয়ে করে ফেলুন

৭. আপনি যদি কিছুটা অগোছালো স্বভাবের হন, তাহলে অবশ্যই বিয়ে করে ফেলুন, দেখবেন জীবনটা একেবারে গুছিয়ে যাবে!

৮. অন্তত কাচ্চি বিরিয়ানির খাতিরে হলেও, এবার বিয়েটা করেই ফেলুন!

SHARE THIS ARTICLE