Menu
menu-icon close

পরীক্ষার আগের দিন মানেই যে ১০টি দুর্বিষহ ব্যাপার

Thumbnail

by Bishal Dhar

২০:৩৩, ৭ জানুয়ারি ২০২৩

পরীক্ষার আগের দিন মানেই যে ১০টি দুর্বিষহ ব্যাপার

জীবনের সবচেয়ে বড় হরর স্টোরিগুলোর মধ্যে একটি হচ্ছে পরীক্ষার আগের দিন। কারণ পরীক্ষার আগের দিনের যন্ত্রণার সাথে খুব কম কিছুরই তুলনা হয়। আর যাদের পড়ালেখা বা বইয়ের সাথে সম্পর্ক তেমন ভালো না, তাদের অবস্থা তো এদিন আরো বেশি দুর্বিষহ হয়ে উঠে। আজকে পরীক্ষার আগের দিনে আমাদের সবার অবস্থা ঠিক কেমন হয়, সেগুলো আবার একটু মনে করিয়ে দিলাম।

১. খুব ভোরে উঠে পড়তে বসার প্ল্যান থাকলেও, সেদিন ঘুম ভাঙ্গে দেরিতে, আর ঘুম ভাঙ্গার পরই মনে হয়, শুধু আজকের দিনটাই আছে পরীক্ষার জন্য

২. সারাদিন কোন চ্যাপ্টার কিভাবে শেষ করবো এবং কতটুক সময়ের মাঝে, তা ঠিক করতেই আরো ১ ঘন্টা কেটে যায়

৩. অনেক প্রিপারেশন নিয়ে পড়তে বসি, পড়তে বসার পরপরই ঘরের দেয়ালটাকেও খুব সুন্দর লাগা শুরু হয়, বই বাদে বাকি সবকিছুই অনেক ইন্টারেস্টিং মনে হয়

৪. বন্ধুদের ফোন দিয়ে একটু খোঁজ খবর নেওয়াও চলে এসময়। বন্ধুদের কতটুকু শেষ হয়েছে সেটা জেনে নিজেকে সান্তনা দেওয়া যায়

৫. বারবার ফেসবুক চেক করি এই আশায় কেউ প্রশ্নফাঁস করলো কিনা

৬. সকাল থেকে কতটা সময় নস্ট করেছি ভেবে নিজের মাথার চুল ছিড়তে থাকি

৭. শপথ নেই জীবনে আর কোনদিন সময় নস্ট করবো না, সময়ের কাজ সময়ে করবো, বাবা মার কথা শুনবো

৮. এই টর্চার কখন শেষ হবে তার জন্য সময় গুনি, পরীক্ষা যেমন ইচ্ছা হোক, মনে মনে চাই এই সময়টা শেষ হোক

৯. যত সময় গড়ায়, আরো প্যানিকড হই, আর মনে মনে ভাবি- এত পড়ালেখা করে কি হবে আসলে?

১০. শেষমেশ পরীক্ষায় চিটিং করার ১০১ টি উপায় লিখে গুগলে পাগলের মত সার্চ করতে থাকি

SHARE THIS ARTICLE