Menu
menu-icon close

যে ১০ ধরনের আত্মীয় আমাদের সবার ফ্যামিলিতে আছে

Thumbnail

by Maisha Farah Oishi

১৪:৪৫, ১২ জুলাই ২০২৩

যে ১০ ধরনের আত্মীয় আমাদের সবার ফ্যামিলিতে আছে

আমাদের সবার ফ্যামিলিতেই বিভিন্ন ধরনের আত্মীয়স্বজন থাকে, কারো সাথে হয়তো আমাদের ভীষণ খাতির আবার কাউকে দেখলেই উল্টো দিকে দৌড় দিতে ইচ্ছা করে! যে কয়েক ধরনের রিলেটিভ আমাদের সবার জীবনেই আছে, তাদের নিয়েই আজকের এই লিস্ট।

১. যাদের বছরের পর বছর কোন খোঁজ-খবর থাকে না, কিন্তু হঠাৎ কোন ফ্যামিলি গেট টুগেদারে দেখা হলেই অতি-আহ্লাদ দেখায়!

২. যারা সবসময় পরিবারের ছোটদের ক্যারিয়ার আর বিয়েশাদী নিয়ে অতিরিক্ত টেনশনে থাকে  

৩. যারা নিজের ক্যারিয়ার, সহায়-সম্পত্তি নিয়ে একটু বেশিই শো-অফ করে 

৪. যারা দেখা হলেই কোনো না কোনো গিফট নিয়ে আসে, অথবা জোর করে হাতের মধ্যে টাকা গুঁজে দেয় 

৫. যারা খুব একটা কথা বলে না এবং ফ্যামিলির যেকোনো ব্যাপারে ভীষণ নির্বিকার থাকে 

৬. যারা অন্যদেরকে বিভিন্ন ব্যাপারে নানারকম জ্ঞান আর সাজেশন দিয়ে বেড়ায়

৭. যারা দাওয়াত খেতে এবং খাওয়াতে ভীষণ পছন্দ করে 

৮. যারা যখন-তখন হুটহাট বিনা নোটিশে বাসায় চলে আসে এবং বিদায় হওয়ার নামই নেয় না 

৯. যারা জমিজমা সংক্রান্ত অথবা যেকোনো  ধরনের ফ্যামিলি ড্রামায় সবসময় অ্যাক্টিভ থাকে 

১০. যারা বেশ কুল স্বভাবের এবং অন্যদের যেকোনো ধরনের সিদ্ধান্তে সবসময় সাপোর্টিভ থাকে 

SHARE THIS ARTICLE