Menu
menu-icon close
  • মাইরালা

জাহিদ হাসান অভিনীত “আনিস” চরিত্রটির যে ৮টি মুহূর্ত আজও মনে গেঁথে আছে

Thumbnail

by Bishal Dhar

১৫:৪৫, ৪ অক্টোবর ২০২২

জাহিদ হাসান অভিনীত “আনিস” চরিত্রটির যে ৮টি মুহূর্ত আজও মনে গেঁথে আছে

আজ রবিবার নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আনিস, আর নিজের অভিনয় শৈলী দিয়ে আনিস চরিত্রটিকে দর্শকদের কাছে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন আমাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান। আজ আবার সেই গুণী অভিনেতার জন্মদিন। তাই প্রিয় অভিনেতার জন্মদিনে থাকছে প্রিয় চরিত্রের যেসব মুহুর্তগুলো আমরা কখনোই ভুলতে পারবোনা, তার একটি ছোট্ট তালিকা!

১. সাপ দেখে আনিস ভাইয়ের বিখ্যাত “সাআআপ” চিৎকার

২. বড় চাচার আঁকিবুকি দেখে “হিজিবিজি হিজিবিজি” বলা

৩. ব্যথা পেয়েও হাসিমুখে বলা “ব্যথা পাইনি”

৪. তিতলি কংকার দেয়া টক খেয়ে অদ্ভুত ভঙ্গিমা করা-

৫. “আশ্চর্য মেয়েটা রেগে গেল কেন?”

৬. ক্যাসেট প্লেয়ারে গানের বদলে পড়াশুনা করা-

৭. তিতলি কংকাকে দেয়া সংলাপ- “এমন তো নয় কোনোদিন দেখিনি”

৮. বই ছেড়ার পর সবাই যখন তাকেই দোষারোপ করেছিল-

SHARE THIS ARTICLE