Menu
menu-icon close
  • মাইরালা
  • কস্কি মমিন

পাত্রীকে পাত্রপক্ষ দেখতে আসলে যে ৮টি ঘটনা ঘটবেই

Thumbnail

by Fariha Rahman

২২:০৬, ১২ মে ২০২৩

পাত্রীকে পাত্রপক্ষ দেখতে আসলে যে ৮টি ঘটনা ঘটবেই

আমাদের সমাজে মেয়েদের ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়া মানেই বিয়ের প্রস্তাব আসা শুরু! আর সময়ের সাথে বাড়তে থাকে পাত্রপক্ষের আনাগোনা। আজকে থাকছে এমনি ৮টি হাস্যকর ঘটনা, যা বিয়ের জন্য যখন পাত্রপক্ষ আসে তখন বাংলাদেশিদের প্রতিটি ঘরে ঘটবেই!

১. সবার অপ্রয়োজনী হাসাহাসি! দেখে মনে হবে রুমে লাফিং গ্যাস ছেড়ে দেয়া হয়েছে

২. অতিরিক্ত খাতির! কেউ কাউকে না চিনলেও সবার মধ্যে একটা আলগা রক্তের টান কাজ করবে

৩. পাত্রীকে সবার পর্যবেক্ষণ! সবাই মিলে পাত্রী দেখে বোঝার চেষ্টা করবে যেন সে এক জটিল বস্তু

৪. তারপর ইন্টারভিউ শুরু, পড়ালেখা, রেজাল্ট ইত্যাদি ইত্যাদি

৫. পাত্রকেও মাঝে মাঝে হাস্যকর প্রশ্নের সম্মুখীন হতে হবে

৬. ততক্ষনে ৩/৪টা পিচ্চি বাচ্চা ঘরের সব এলোমেলো করে ১২টা বাজিয়ে ফেলবে

৭. খাওয়া-দাওয়ার পালায় পাত্রীপক্ষ সবাইকে বেশি বেশি খাবার তুলে দিতে চাইবে যেন বেশি খাবার = পরিবারের সম্মান!

৮. অবশেষে বিদায় নেবার পালা। দুই পক্ষই এমন অভিনয় করবে যেন পারলে আগামীকালই বিয়েটা সেরে নিবে! তবে দুইপক্ষই মনে মনে জানে, এই দেখাই তাদের শেষ দেখা!

SHARE THIS ARTICLE