অপ্রয়োজনীয় যে কাজগুলো করার মধ্যে এক অদ্ভুত ধরনের আনন্দ আছে

by Maisha Farah Oishi
১৮:৪২, ২ ডিসেম্বর ২০২২
 
                    
                    আমরা এমন অনেক কাজই করে থাকি যেগুলোর আসলে কোনো প্রয়োজন নেই, তেমন কোনো লজিকও নেই, কিন্তু করতে বেশ ভালই লাগে। সেসব কাজ নিয়েই আজকে আমাদের এই লিস্ট।
১. সারারাত জেগে মুভি-সিরিজ দেখা
২. দরকার নেই জেনেও অনেক কিছু কেনাকাটা করা
৩. মাঝরাতে ঘুম বাদ দিয়ে টুকটাক নানা রকম খাবার খাওয়া
৪. সোশ্যাল মিডিয়াতে পরিচিত-অপরিচিত অনেকের প্রোফাইল স্টক করা
৫. অনেকরকম অদ্ভুত ভঙিতে সেলফি তোলা যেসব কখনো পোস্টও করা হবে না
৬. রাস্তাঘাটে ছোট বাচ্চা দেখলে ভেংচি কাটা
৭. গোসল করার সময় মন খুলে গান গাওয়া
৮. বিড়ালের দিকে তাকিয়ে মিউ মিউ শব্দ করা
SHARE THIS ARTICLE
                                                            Previous article
                                
                                    
                        
                     
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                