Menu
menu-icon close
  • মাইরালা
  • কস্কি মমিন

সদ্য ব্রেকআপের পর যে ১০টি ব্যাপার কমবেশি সবার মধ্যে দেখা যায়

Thumbnail

by Maisha Farah Oishi

১৫:৩২, ৩ মার্চ ২০২৩

সদ্য ব্রেকআপের পর যে ১০টি ব্যাপার কমবেশি সবার মধ্যে দেখা যায়

জীবনে প্রেম যেমন থাকে তেমনি ব্রেকআপও থাকে। আর ব্রেকআপ হওয়ার পর বেশ কিছু কমন কাজ-কারবার মোটামুটি সবাইকেই করতে দেখা যায়। সেগুলো নিয়েই আজকের এই লিস্ট!

১. প্রেম-ভালবাসা বলতে আসলে দুনিয়াতে কিছু নাই, সবাই ফেইক- এই ধরনের জাজমেন্ট দেয়া

২. বিভিন্ন ধরনের ছেলে/মেয়ে বিদ্বেষী পোস্ট শেয়ার করা

৩. সিঙ্গেল লাইফ Rocks! আমি আসলে একাই থাকতে চাই- এই ধরনের কথা বলা

৪. হঠাৎ করেই ফেমিনিষ্ট হয়ে যাওয়া অথবা ফেমিনিষ্টদের বিরোধী হয়ে যাওয়া!

৫. অন্য কাপলদের দেখলেই বিরক্ত হয়ে যাওয়া

৬. প্রায়ই ছ্যাঁকা এবং ধোঁকা খাওয়া বিষয়ক পোস্ট দেয়া

৭. পুরানো ক্রাশ বা এক্সদের নতুন করে আবার মেসেজ দেয়া শুরু করা

৮. ব্রেকআপের পর নিজে নিজেই কত বেশি আনন্দে আছে, সেটা সোশ্যাল মিডিয়ায় জোরেসোরে প্রমাণের চেষ্টা করা

৯. ক্লোজ বন্ধুদের কাছে এক্স এর নামে ধুমিয়ে বদনাম করা আবার মিস করে কান্নাকাটিও করা

১০. লুকিয়ে লুকিয়ে এক্স এর প্রোফাইল স্টক করা

SHARE THIS ARTICLE

Trending NOW