Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

Math ভয় পাওয়া আমার ১০টি বেদনা, মিলিয়ে দেখুনতো আপনারও কি একই অবস্থা কিনা

Thumbnail

by Bishal Dhar

০৮:৫০, ৪ মার্চ ২০২৩

Math ভয় পাওয়া আমার ১০টি বেদনা, মিলিয়ে দেখুনতো আপনারও কি একই অবস্থা কিনা

জীবনে এক্সের থেকেও বিরক্তিকর কিছু কি থাকতে পারে? উত্তর হচ্ছে, হ্যাঁ পারে। যদি আপনি অংককে ভয় পান, তাহলে আপনার জীবনটা একদম ছারখার করে দেওয়ার জন্য আর কিছু লাগবে না। যেমন আমি আমার সারাটা জীবন অংক থেকে পালিয়ে বেরিয়েছি, কিন্তু সে আমাকে এতই ভালোবাসে যে আমাদের ভালোবাসায় কোনদিন বিচ্ছেদই হতে দিলোনা, আপনারও এমন হয়েছে নাকি?

১. শুধুমাত্র অংক বিষয়টা না থাকলেই আমার স্কুল জীবনতা হতো সবচেয়ে মধুর

২. সবচেয়ে বেশি বকাঝকা বা পিটুনি এই অংকের জন্যই আমি খেয়েছি

৩. সংখ্যাতো ঠিক আছে কিন্তু অংকের মাঝে যখন Alphabets কেন আসে এটাই ঠিক আমি বুঝে উঠতে পারতাম না

৪. অংক টিচারের চেয়ে বড় ভিলেন আমার জীবনে আর কেউ নেই

৫. স্কুলে শেখানো কিছু অংক কবে আমার বাস্তব জীবনে কাজে আসবে আমি এখনও তার জন্য অপেক্ষা করছি

৬. যত টাকা অংক শেখার জন্য প্রাইভেট টিউটরকে দেওয়া হয়েছে তা জমাতে পারলে আমি আজ বিশাল বড়লোক থাকতাম

৭. জীবনের বেশিরভাগ অংক ক্লাস শুধুমাত্র বুঝেছি এমন ভান করেই কাটিয়ে দিয়েছি

৮. ইউনিভার্সিটিতে ভেবেছিলাম বেঁচে যাব, কিন্তু সেখানেও অংক আমার পিছু ছাড়লো না

৯. অংক পরীক্ষার আগের রাত আমার কাছে এখনও এক বিভীষিকাময় স্মৃতি

১০. আর এসবের জন্য অংক নিয়ে পড়াশুনা করছে এমন কাউকে আমি ডেট পর্যন্ত করতে চাই না

SHARE THIS ARTICLE