যে ৯টি কারণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি আসলেই অনেক স্পেশাল

by Maisha Farah Oishi
১৭:০২, ৪ মার্চ ২০২৩
 
                    
                    আমাদের দেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কখনো ‘ইত্যাদি’ দেখেনি। এমন একটা সময় ছিল যখন টেলিভিশনে বিনোদনের সবচেয়ে বড় উৎস হিসেবে এই অনুষ্ঠানটিই ছিল। তাই যেসব কারণে ‘ইত্যাদি’-র মত অনুষ্ঠান অতুলনীয়, তা নিয়েই আজকের লিস্ট!
১. পুরো ফ্যামিলি মিলে একসাথে বসে দেখার জন্য এর থেকে মজার অনুষ্ঠান আর হয় না
২. হানিফ সংকেতের ছন্দ মিলিয়ে করা উপস্থাপনাও অন্য লেভেলের বিনোদন
৩. অনুষ্ঠানের গানগুলো হয় বেশ সুন্দর আর কোরিওগ্রাফিও বেশ ইউনিক
৪. এমনকি বিদেশিদের দিয়েও বাংলা অভিনয় করানো হয় যা দেখতে খুবই মজার
৫. মজার ছলে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য এবং শিক্ষামূলক বার্তাও দেয়া হয়
৬. ‘ইত্যাদি’ টাইটেল সংটা শুনলেই কেমন যেন অন্যরকম একটা উত্তেজনা আর আনন্দ অনুভব করা যায়!
৭. নানারকম প্রতিভা আর অদ্ভুত চাঞ্চল্যকর ঘটনা এই অনুষ্ঠানটিতে ফিচার করা হয়, যা হয়তো আমাদের চোখেই পড়তো না।
৮. এমনকি একেকবার দেশের একেক অঞ্চলে অনুষ্ঠানটি ধারণ করা হয়, যাতে আমাদের দেশের সৌন্দর্য অদ্ভুতভাবে তুলে ধরা হয়
৯. দর্শকদেরও অনুষ্ঠানে যোগ করা হয় এবং তাদেরকে নিয়ে অনেকরকম গেইম খেলা হয় আর সেটা দেখতেও কম মজার না।
SHARE THIS ARTICLE
 
                             
                             
                             
                             
                            


















 SIGN IN
 SIGN IN














 
                                             
                                         
                                             
                                         
                                             
                                        

























 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                