Menu
menu-icon close

যে ৮ ধরনের অদ্ভুত কাজ বাংলাদেশি বাবা-মায়েরা করে থাকে

Thumbnail

by Maisha Farah Oishi

০৯:২৪, ২৩ আগস্ট ২০২২

যে ৮ ধরনের অদ্ভুত কাজ বাংলাদেশি বাবা-মায়েরা করে থাকে

আমাদের দেশে বাবা-মায়েরা এমন অনেক কর্মকাণ্ড করে থাকে, যা আসলেই অনেক অদ্ভুত! তেমন কিছু ব্যাপার নিয়েই আজকের এই লিস্ট।

১. সকালে ঘুম থেকে উঠানোর জন্য রুমের ফ্যান বন্ধ করে দেওয়া

২. রিমোটের উপরের প্লাস্টিকের কভার না খোলা

৩. কোনভাবে ব্যথা পেলে আদর না করে, উল্টো আগে ব্যথা পাওয়ার জন্য বকা দেওয়া

৪. মেহমানদের জন্য স্পেশাল খাবার জমিয়ে রাখা, এমনকি অনেক সময় বাচ্চাদের থেকে লুকিয়েও রাখা

৫. ছেলেমেয়েকে ঘুমাতে বা চুপচাপ বসে থাকতে দেখলেই ধুম করে রেগে যাওয়া

৬. মারার পর কান্নাকাটি শুরু করলে, কান্না বন্ধ করার জন্য আরেক ধাপ মারার হুমকি দেয়া

৭. ওজন বেড়ে গেলে কমাতে বলা, আবার একই সাথে মজার মজার খাবার রান্না করে বেশি করে খেতে বলা

৮. শোকেসে সুন্দর গ্লাস-প্লেট শুধু সাজিয়েই রাখা এবং সেগুলো কখনোই ব্যবহার না করা

SHARE THIS ARTICLE