Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

যে কাজগুলো করার জন্য কেউ আপনাকে ক্রেডিট দেয় না

Thumbnail

by Efter Ahsan

১৩:১২, ১৩ জানুয়ারি ২০২৩

যে কাজগুলো করার জন্য কেউ আপনাকে ক্রেডিট দেয় না

আপনি জেনে না জেনে প্রতিদিন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। কিন্তু এই কাজগুলোর জন্য কেউ আপনাকে কোন বাহবা দেয় না। চলুন জেনে নেওয়া যাক, সেই কাজগুলো কি কি

১. এলার্মের শব্দে ঘুম থেকে উঠা – সকাল বেলা যারা প্রথমবার এলার্মের শব্দেই ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে পারে, তাদেরকে অবশ্যই স্পেশাল ক্রেডিট দেওয়া উচিত

২. ওয়াশরুম ব্যবহারযোগ্য রাখা – ওয়াশরুম ইউজ করার পর অন্যদের জন্য তা পরিষ্কার রাখা এমন একটা কাজ, যার জন্য আপনার অনেক বেশি ক্রেডিট প্রাপ্য

৩. ট্র্যাফিক জ্যাম সহ্য করা – প্রতিদিন রাস্তাঘাটে ঘন্টার পর ঘন্টা জ্যাম সহ্য করে আপনি যে বাকি দিনটা সবার সাথে স্বাভাবিকভাবে কাটাতে পারেন, সেটাই অনেক বড় ব্যাপার

৪. বাম পা আগে দিয়ে বাস থেকে নামা – বাস থেকে নামার সময় একটু অসতর্ক হলেই ঘটতে পারে অঘটন। তাই প্রতিবার ব্যাপারটা খেয়াল রাখার জন্য আপনাকে ক্রেডিট দিতেই হয়

৫. ফুটওভার ব্রিজ ব্যবহার করা – অন্যদেরকে রিস্ক নিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার না করেই, অল্প সময়ে ব্যস্ত রাস্তা পার হতে দেখেও যখন আপনি নিজের এবং অন্যদের কথা চিন্তা করে ফুটওভার ব্রিজ ইউজ করেন, তখন অবশ্যই আপনাকে ক্রেডিট দেওয়া উচিত

৬. নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া – শারীরিক কিংবা মানসিক নিজের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে, আপনি যে এক্সট্রা কাজটুকু করেন কিংবা করা থেকে বিরত থাকেন সেজন্য আপনার বিশাল ক্রেডিট প্রাপ্য

SHARE THIS ARTICLE