Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

রোমান্টিক মুভি থেকে যেসব শিক্ষা নিবেন না, প্লিজ

Thumbnail

by Efter Ahsan

১২:৫৩, ২৩ জানুয়ারি ২০২৩

রোমান্টিক মুভি থেকে যেসব শিক্ষা নিবেন না, প্লিজ

রোমান্টিক কমেডি মুভিগুলো আমাদের অনেকেরই খুব পছন্দের। ভালো সময় কাটানোর জন্যও অনেকের চয়েজের উপরের দিকেই থাকে ভালো রম কম মুভি দেখা।  কিন্তু মুভিগুলোতে অনেক কিছুই দেখানো হয়, যা দেখতে মজাই লাগে কিন্তু প্র্যাকটিকাল না। 

১. লুকিয়ে লুকিয়ে আপনার ক্রাশের বাড়িতে দেয়াল টপকে যখন তখন ঢুকতে যাবেন না 

২. কারো প্রতি ভালো লাগা কাজ করলেও যেখানে সেখানে তাকে follow করা যাবে না 

৩. কাউকে ইমপ্রেস করতে গিয়ে জান এবং মানসম্মান ঝুঁকিতে পড়ে যায়, এমন কিছু করা যাবে না 

৪.  বিভিন্ন পাগলাটে আচরণ ছাড়াও ভালবাসা প্রকাশ করার আরও ভাল উপায় রয়েছে

৫. সবারই জন্যই Soul Mate আছে (হয়তো), কিন্তু এই Soul Mate খোঁজা ছাড়াও দুনিয়াতে আরো কাজ আছে সেটা ভুলে গেলে চলবে না 

৬. কোনো এক সময়ে নিজের ভুল বুঝতে পেরে সে আপনার কাছে ফেরত আসবে - এমন কোনো ধারণা রাখা যাবে না 

৭. সবকিছু সবসময় শেষ পর্যন্ত কাজ করে, হয়তো করবে - কিন্তু যার সাথে আপনি চাচ্ছেন যেভাবে চাচ্ছেন সেভাবেই কাজ করবে এমন ভ্রান্ত ধারণা রাখা যাবে না 

SHARE THIS ARTICLE