Menu
menu-icon close
  • ভাল্লাগসে

অর্ণবের গাওয়া গানগুলো না থাকলে আমাদের সাথে যে ৮ ধরনের ঘটনা ঘটতো

Thumbnail

by Efter Ahsan

২১:৪৫, ২৭ জানুয়ারি ২০২৩

অর্ণবের গাওয়া গানগুলো না থাকলে আমাদের সাথে যে ৮ ধরনের ঘটনা ঘটতো

আমরা কম বেশি সবাই অর্নবের গানের অনেক বড় ভক্ত। কিন্তু কখনো ভেবে দেখেছেন অর্ণবের গান না থাকলে আমাদের সাথে কি হতো? দেখুন তো আপনার চিন্তার সাথে এই অদ্ভুত আইডিয়াগুলো মিলে যায় কি না!

১. কাঠগোলাপ এবং এর সাদার মায়ার সাথে এতো ঘনিষ্টতা থাকতো না

২. কেউ একা একা বসে থাকলে তাকে নিয়ে মনে মনে কল্পনা কিংবা কিউরিসিটি জন্মাতো না

৩. ফুলগুলো একচুয়ালি লাল না হয়ে নীল কেন হলো – এই জিজ্ঞাসা কখনো আমাদের মাথায় আসতো না

৪. ভালোবাসা আদৌ বরষার সুবাস দিতে পারে কি পারে না তা জানতে পারতাম না

৫. মাঝে মাঝে তব দেখা পেলেও চিরদিন না পাওয়ার আফসোসটা টেরই পেতাম না

৬. নিজের হ্যাডম দেখানো ছাড়াও “এ শহর আমার” বলা যায় সেটা বুঝতে পারতাম না

৭. হারিয়ে যাওয়ার মানে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে থাকতে হতো

৮. তুমি নয়নে নয়নে থাকার পরেও নয়ন তোমাকে না দেখতে পারার রহস্য উদ্ঘাটন হতো না 

SHARE THIS ARTICLE