যে ৭ ধরণের রিকশা প্যাসেঞ্জারদের আমরা সবাই চিনি

by Maisha Farah Oishi
২২:৪৫, ৩০ জানুয়ারি ২০২৩
রিকশায় চড়তে কার না ভালো লাগে? তবে রিকশা প্যাসেঞ্জারদের মাঝেও কিন্তু আছে বিভিন্ন রকমের প্রকারভেদ। একটু লক্ষ্য করলেই দেখবেন, আমাদের আশেপাশেই এই ৭ টাইপের রিকশা প্যাসেঞ্জার রয়েছে-
১. যারা রিকশার হুড নিয়ে অতিরিক্ত কনফিউজড থাকে এবং দুই মিনিট পর পর হুড উঠায় আর নামায়!
২. যারা রিকশাওয়ালা ঠিক ভাড়া চাইলেও, অকারণেই দামাদামি করতে পছন্দ করে
৩. যারা ফুরফুরে মেজাজে রিকশাওয়ালা মামার সাথে জম্পেশ একটা আড্ডা জমিয়ে দিতে পারে
৪. যারা রিকশাওয়ালা মামার যেকোনো প্রশ্নে কিছু বুঝুক আর নাই বুঝুক “ও আচ্ছা, হ্যাঁ , হুম” ইত্যাদি উত্তর দিয়ে চালিয়ে দেয়।
৫. যারা একটু বেশিই কেয়ারফুল টাইপের, “মামা আস্তে চালাও, জোরে চালাও, মামা দেইখা চালাও” এভাবে পুরো রাস্তা এরা রিকশাওয়ালা মামাকে গাইড করে। পারলে রিকশাওয়ালা মামা কে passenger বানিয়ে এরা নিজেই রিকশাটা চালিয়ে ফেলে
৬. যারা কালেভদ্রে রিকশায় চড়ে এবং রাস্তাও খুব একটা চেনে না, তাই রিকশাওয়ালা মামার উপর ভরসা করেই এদের চলতে হয়
৭. যারা রিকশার প্রতিটি রং, ডিজাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, এবং রিকশা-জার্নিগুলোকে সত্যিই খুব উপভোগ করে।
SHARE THIS ARTICLE





























