Menu
menu-icon close

ফ্যামিলির সবার সাথে খেতে বসলে যে ৭টি টপিকে কথা উঠবেই

Thumbnail

by Efter Ahsan

০৯:২২, ২৫ আগস্ট ২০২২

ফ্যামিলির সবার সাথে খেতে বসলে যে ৭টি টপিকে কথা উঠবেই

ফ্যামিলির সবার সাথে খেতে বসা যেমন খুব দারুন একটা ব্যাপার, তেমনি সময়ভেদে ব্যাপারটা যেন এক্সট্রিম স্পোর্ট। কেননা খাবার খেতে খেতে সবার সাথে সিরিয়াস থেকে শুরু করে অনেক মামুলি ব্যাপার নিয়েও আলোচনা করতে হয়। কিন্তু কিছু কিছু টপিক এতই কমন যে এগুলো নিয়ে কোনো না কোনো সময় আপনাকেও ফ্যামিলির সবার সাথে আলাপ করতে হয়েছে বা ভবিষ্যতে করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক!

১. পড়াশোনার ব্যাপারে কথা বলার জন্য অনেকে এই টাইম টাই বেছে নেয়। পরীক্ষা কবে, প্রস্তুতি কেমন, রেজাল্ট কবে – খাবারের সাথে এরকম প্রশ্নও গিলতে হয়

২. ক্যারিয়ার নিয়ে কথা বলার জন্যেও যেন এটা আদর্শ সময়। কোন আত্মীয়ের ছেলে-মেয়ে ভালো জায়গায় জব পেল বা বিদেশে গেলো সব আপডেটই এক বসায় পাওয়া যায়

৩. পড়াশোনা আর চাকরির পর বিয়ে কেন বাদ থাকবে? বিয়ে সংক্রান্ত সিরিয়াস আলাপের সূচনাও অনেক বাবা-মা খাবার টেবিলেই করে থাকেন

৪. তার উপর পরিবারের ছোটদের নানান ব্যাপার নিয়ে নালিশ তো আছেই। সারাদিন ফাঁকিবাজি করছে, ঠিকমতো কথা শুনছে না ইত্যাদি ইত্যাদি – এসব শুনে শুনে বেচারারা ঠিকমতো খাবারটা শেষ করতে যে পারে এটাই অনেক!

৫. আবার কখনো শুরু হয় আত্মীয়-স্বজনেরা কিভাবে জমি জমা নিয়ে ঝামেলা করছে সেই আলাপ। তবে জমিজমা নিয়ে আলাপের পরতে পরতে থাকে টুইস্ট এবং রিভিল

৬. আর খাবার টেবিলে খাবার নিয়ে কথা তো থাকবেই। খাবারের ভালো-মন্দ, কোথাও দাওয়াত খেতে গিয়ে খাবার নিয়ে নানান রকম অভিজ্ঞতার গল্প

৭. এবং আরেকটা বিষয় হলো এই খাবার খাওয়ার সময় কথা বলতে বলতে অনেকেই নস্টালজিক হয়ে যায়। এই নস্টালজিয়া ফ্যামিলির যাদের জন্য মিউচুয়াল, তারাও গল্প বলায় শামিল হয়।

SHARE THIS ARTICLE