Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যে ৮টি কাজ বাংলাদেশিরা কেন করে তা তারা নিজেরাও জানে না

Thumbnail

by Bishal Dhar

০০:৫১, ২৬ নভেম্বর ২০২২

যে ৮টি কাজ বাংলাদেশিরা কেন করে তা তারা নিজেরাও জানে না

আমরা বাংলাদেশিরা এমন কিছু কাজ করি যেগুলোর আসলে কোনো মানে নেই। আর তাই প্রতিনিয়ত করে চলা এসব কাজের ঠিক আসল মানে আমাদের কাছে আজও উন্মোচিত হয়নি। আজ জেনে নিন তেমন কিছু কাজ সম্পর্কেই যেগুলো আমরা কেন করি তা আমরা নিজেরাও জানি না।

১. হুদাই টিভি অন রেখে ঘন্টার পর ঘন্টার মোবাইলের স্ক্রিনে স্ক্রল করতে থাকা

২. গরমের দিনে এসি ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমানো

৩. পার্টনারকে সাথে নিয়ে Tinderএ আইডি খোলা

৪. সামনে জ্যাম জেনেও হুদাই হর্ণ বাজানো এবং চিল্লাপাল্লা করা

৫. ফেসবুক বায়োতে “Works at facebook” দিয়ে রাখা

৬. নিচতলা থেকে দোতলায় যেতে লিফটের সামনে অপেক্ষা করা

৭. বাসের পেছনের জায়গা ফাঁকা রেখে সামনের দিকে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা

৮. যেকোনো ইস্যুতেই অনলাইনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া

SHARE THIS ARTICLE