Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যেভাবে স্মার্টফোন আমাদের জীবনটাকে বদলে দিয়েছে

Thumbnail

by Maisha Farah Oishi

১৯:৫৬, ৩ নভেম্বর ২০২২

যেভাবে স্মার্টফোন আমাদের জীবনটাকে বদলে দিয়েছে

একটা সময় ছিলো যখন মানুষ প্রযুক্তির ছোঁয়া পায়নি, জীবন অনেকটাই এখনকার তুলনায় পিছিয়ে ছিল, কিন্তু তখন মানুষ তাদের মুহূর্তগুলোকে উপভোগ করতো। তখন মানুষ পাহাড়ে গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে মন ভরে পাহাড় দেখতো। প্রিয়জনকে সাথে নিয়ে রিকশায় হাত ধরে ঘুরে বেড়াতো, মনের অনুভূতিগুলো ছিলো একদম নির্ভেজাল। এখন মানুষের একদম হাতের মুঠোয় সবকিছু আছে কিন্তু মানুষ নিজের উপভোগের জন্য আর কিছু করে না, বরং স্মার্টফোনের মাধ্যমে অন্যকে দেখানোর জন্য সব করে!

১. আজকাল মানুষ পাহাড় দেখতে না, পাহাড়ে যায় তাদের স্মার্টফোনকে পাহাড় দেখাতে

২. আজকাল মানুষ সমুদ্র দেখতে না, সমুদ্রে যায় তাদের স্মার্টফোনকে সমুদ্র দেখাতে

৩. আজকাল মানুষ রেস্টুরেন্টে খেতে যায় না, রেস্টুরেন্টে যায় তাদের স্মার্টফোনে খাবারের ছবি তুলতে আর ভ্লগ করতে

৪. আজকাল মানুষ বই কিনে পড়ার জন্য না, স্মার্টফোনে বইয়ের সাথে নিজের এস্থেটিক ছবি তুলতে

৫. আজকাল মানুষ বন্ধুদের সাথে দেখা করে আড্ডা দেয় না, পাশাপাশি বসে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে

৬. আজকাল মানুষ প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম কাটাতে না, প্রিয়জনের সাথে বের হয় স্মার্টফোনে নিজেদের সেলফি বাড়াতে

৭. আজকাল মানুষ নৌকায় করে ঘুরতে না, নদীতে যায় স্মার্টফোন দিয়ে লাইভে আসতে

৮. আজকাল মানুষ ঘুম থেকে উঠেই সবচেয়ে প্রথমে চেক করে নিজের স্মার্টফোন আর ঘুমাতে যাবার আগেও শেষ চোখ বুলিয়ে নেয় নিজের স্মার্টফোনেই

SHARE THIS ARTICLE