Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

বাইরে ইফতার গেট টুগেদার করতে গেলে যেসব ঘটনা ঘটবেই

Thumbnail

by Sunehra Azmee

১১:২০, ৫ এপ্রিল ২০২৩

বাইরে ইফতার গেট টুগেদার করতে গেলে যেসব ঘটনা ঘটবেই

ইফতার আউটিং আমাদের ইয়াং জেনারেশনের একটা আবিষ্কার। বাসায় ইফতারের পরিবর্তে বন্ধুবান্ধব মিলে রেস্টুরেন্টে ইফতার করাটা একটা রমজান ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই আউটিংয়ে কেমন কেমন ঘটনা ঘটে? সেটা নিয়েই আমাদের আজকের আয়োজন, চলুন তবে দেখে নেয়া যাক। 

১. একজন থাকবেই যে কোনো ইফতার আউটিংয়ের চাঁদার টাকা দিবে না, কিন্তু সব আউটিংয়ে যাবে ঠিকই।

২. ইফতার প্ল্যাটারগুলোর ভয়ংকর দাম শুনে কয়েকজনের চক্ষুচড়কগাছ হবেই হবে।

৩. আউটিংয়ে তো ভাজাপোড়া ট্র্যাডিশনাল ইফতার আইটেম তেমন থাকে না, সেটা নিয়েও কয়েকজনের ব্যাপক সমস্যা হবে।

৪. কেউ একজন বলবেই যে এই রেস্টুরেন্টে না এসে অন্য আরেকটায় গেলে ভালো হতো, আরেকটু ভালোভাবে এটা অর্গানাইজ করা যেতো

৫. রেস্টুরেন্টে বসে একটু পর পর 'কয়টা বাজে? কয় মিনিট বাকি? খাবার দেয় না কেন এখনো?" এসব জিজ্ঞেস করা তো মাস্ট!

৬. কোন প্ল্যাটার নেয়া উচিত সেটা নিয়ে একচোট কথা কাটাকাটি তো 'চেরি অন টপ' ব্যাপার-স্যাপার। 

৭. কয়েকজন থাকবে 'আর জীবনেও বাইরে ইফতার করবো না' বলা পাবলিক, আর কয়েকজন বলবে, 'নেক্সট প্ল্যানে তাহলে বাইরে সেহরি করি?'

SHARE THIS ARTICLE