Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

৮টি কারণে সেহরি পর্যন্ত কথা বলার মানুষ খুঁজে লাভ নাই

Thumbnail

by Efter Ahsan

২০:৪২, ৭ এপ্রিল ২০২৩

৮টি কারণে সেহরি পর্যন্ত কথা বলার মানুষ খুঁজে লাভ নাই

রমজান মাস আসলেই একদল মানুষ এক হাতে হারিকেন আর অপর হাতে মোবাইলে ফেসবুক ওপেন করে, সেহরি পর্যন্ত জেগে থাকার সঙ্গী খোঁজার অভিযানে নামে।  কিন্তু কাউকে না পেয়ে তারাই আবার হতাশ হয়।  না পাওয়াই স্বাভাবিক, কেন স্বাভাবিক- তা নিয়েই আজকের আলাপ! 

১. এখন দিন বদলায় গেছে ভাই, ঘন্টার পর ঘন্টা নিজের শখের ঘুম হারাম করে আলাপ কেউ করতে চায় না 

২. অনেকে তো ফোনে কথা বলতেই আর কম্ফোর্টেবল ফিল করে না, আবার কথা বলবে সেহরি পর্যন্ত?

৩. সারাদিন রোজা রেখে, পরিশ্রম করে - যারা রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছা প্রকাশ করে তাদের নিয়তে ঘাপলা আছে! 

৪. আর এতো কথা বলার মতো টপিকও তো থাকা চাই, তাই না? খুচরো আলাপ শেষ হয়ে গেলে নিশ্চয়ই সেহরি পর্যন্ত কেবল নিঃশ্বাসের শব্দ শুনে জেগে থাকতে মন চাইবে না 

৫. অনেকের রাতে হঠাৎ করে খিদা লাগে।  এখন সে কিছু রান্না করে খাবে, নাকি আপনার সাথে বকবক করবে সেটা আপনিই বুঝে নিন!

৬. এছাড়া প্রতিদিনই বা টানা কয়েকদিন যার কাছে সেহরি পর্যন্ত কথা বলার সময় আছে, তার জীবনে যে কাজের প্রচুর অভাব, সেটাও নিশ্চিত 

৭. অনেকেই আছে রাত জাগলে পরের দিন ফাংশনই করতে পারে না ঠিকমতো! তো সে আপনার জন্য কোন দুঃখে রাত জাগবে? 

৮. কেউ কেউ আছে যারা রাত জাগে, কোনো কাজও করে না, কিন্তু অনলাইনে থাকে। তবে তার মানে এই না যে, সে সেহরি পর্যন্ত কাউকে সময় দিতে ইচ্ছুক!

SHARE THIS ARTICLE