Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম

ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ার টাইম হলে যেসব চিন্তা মাথায় ঘুরপাক খায়

Thumbnail

by Sunehra Azmee

১১:২৮, ২৮ এপ্রিল ২০২৩

ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ার টাইম হলে যেসব চিন্তা মাথায় ঘুরপাক খায়

ঈদের সময়টা যত আনন্দের সাথে কাটে, ঈদের ছুটি শেষের দিকে আসতে থাকলে কষ্টটাও সমানুপাতিক হারেই বাড়তে থাকে, চলুন তাহলে দেখে নেয়া যাক কেমন মনোবস্থায় কাটে আমাদের ঈদ পরবর্তী দিনগুলো

১. ফাঁকা ঢাকার পরে ঢাকার অসহ্য জ্যাম ফেরত আসার কথা মনে হলে ট্রমা ফ্ল্যাশব্যাক হয়

২. ক্লায়েন্টের ডেডলাইনের কল আবার শুরু হয়ে যাওয়ার কথা ভেবে চাকরিবাকরি ছেড়ে দিতে মন চায়

৩. ঈদটা পার হলেই, পরীক্ষা- ক্লাস-কুইজ-অ্যাসাইনমেন্ট এইসব মনে পড়লে কান্না চেপে রাখা ছাড়া উপায় নাই

৪. ঈদের সালামি ঝট করে শেষ হয়ে আপনাকে একদম গরিব অবস্থায় ফেলে যায়

৫. বেলা ১টায় ঘুম থেকে উঠে মনে পড়ে  কয়েকদিন পর থেকেই আবার সকালে উঠে বাসের ঝক্কি পোহানোর দিনগুলো ফেরত আসছে

৬. মায়ের হাতের স্বর্গীয় টেস্টের খাবার খেয়ে মনে পরে ঈদ ছাড়া এগুলো পাওয়া বিলাসিতা ছাড়া আর কিছু না

৭. বাসায় আরামে শুয়ে থাকতে থাকতে মাথায় আসে দুই দিন পর আবার তীব্র কাঠফাটা গরমে বাইরে থাকতে হবে

SHARE THIS ARTICLE