Menu
menu-icon close
  • ভাল্লাগসে

একবার বাড়ি-গাড়ি হয়ে গেলে যে বিষয়গুলো মানুষ ইনস্ট্যান্ট ভুলে যায়

Thumbnail

by Efter Ahsan

০৯:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২২

একবার বাড়ি-গাড়ি হয়ে গেলে যে বিষয়গুলো মানুষ ইনস্ট্যান্ট ভুলে যায়

বাড়ি-গাড়ি, ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে আমাদের দেশের মানুষের সামাজিক স্ট্যাটাসে বিরাট পরিবর্তন এসে যায়। আর এই পরিবর্তন স্বভাবতই তার চিন্তা-ভাবনায় প্রভাব ফেলে। আর এই ব্যাপারটার সাথে নিজেকে খাপ খাওয়াতে তারা কিছু ব্যাপার ইনস্ট্যান্ট ভুলে যায়। চলুন জেনে নেই সেগুলো কী কী-

১. একদিন তিনি নিজেও বিভিন্ন রকম সাহায্যের আশায় অন্যদের মুখাপেক্ষী ছিলেন

২. আর্থিক অবস্থা খারাপ মানেই যে কেউ নোংরা বা অভদ্র নয়

৩. তার সাথে তাল মিলিয়ে সবার আর্থিক অবস্থা বদলে যায়নি যে তিনি বললেই সবাই যখন তখন যেকোনো কিছু করতে পারবে

৪. বিপদে দিনে পাশে থাকা বন্ধু-আত্মীয়-প্রতিবেশীদের ছোট ছোট হেল্পের কথা

৫. নিজের পরিবারের ভাই-বোনদের আর্থিক অবস্থা খারাপ হওয়াটা খুব স্বাভাবিক

৬. বাড়ি-গাড়ি থাকা কিংবা এলিট সোসাইটিতে থাকাটাই জীবনের আসল সুখ নয়

৭. তবে টাকা পয়সা হলে সবার আগে যে জিনিসটা ভুলে যায় বা ভুলতে চায় তা হলো, সবার সাথে তার আচরণ কেমন হওয়া উচিত সেটা

SHARE THIS ARTICLE