Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৬টি কারণে ফোনে কম স্টোরেজ থাকাই বরং ভাল

Thumbnail

by Efter Ahsan

২৩:৫৭, ২৭ মার্চ ২০২৩

যে ৬টি কারণে ফোনে কম স্টোরেজ থাকাই বরং ভাল

128 gb নাকি 256 gb? আরে ধুর, 64 gb দিয়ে কি চলে নাকি? স্মার্টফোনে কত বেশি স্টোরেজ দেওয়া যায় এ নিয়ে ফোন কোম্পানির মধ্যে এখন প্রচুর কম্পিটিশন। অথচ ফোনে স্টোরেজ যত কম বেশ কয়েকটা ব্যাপার চিন্তা করলে তা আপনার জন্য তত ভালোই।

১. মিউজিক, মুভি বা যেকোনো ভিডিও স্ট্রিমিং সবই এখন অনলাইনেই সম্ভব

২. ফোনের স্টোরেজ কম থাকলে ফোনে অপ্রয়োজনীয় জিনিসপত্র তত কম থাকে

৩. কম স্টোরেজের ফোনের গ্যালারিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর প্রেশিয়াস মোমেন্টগুলোই কেবল জায়গা পায়

৪. কম স্টোরেজকে এক্সকিউজ হিসেবে ইউজ করে অন্যদের একগাদা ছবি তুলে দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়

৫. স্টোরেজ কম হওয়ায় বেশিরভাগ জিনিস ক্লাউডে রাখা থাকে বলে ফোন হারিয়ে গেলেও চিন্তা নেই

৬. স্টোরেজ কম হওয়ায় টাইম কিল করার মতো বেশি কিছু ফোনে থাকে না, ফলে সময়ও বাঁচে

SHARE THIS ARTICLE

Trending NOW