Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যেসব Top Secret তথ্যগুলো আপনার বেডরুমের চার দেয়ালের মধ্যে থাকাই উত্তম

Thumbnail

by Efter Ahsan

২২:২৯, ৭ ডিসেম্বর ২০২২

যেসব Top Secret তথ্যগুলো আপনার বেডরুমের চার দেয়ালের মধ্যে থাকাই উত্তম

একেক ব্যক্তির বেডরুম যেমন আলাদা, তেমনই বেডরুমকে ঘিরে গল্পগুলোও আলাদা আলাদা। বেডরুমের কিছু কিছু গোপন ব্যাপার থাকে যা রুমের চার দেয়ালের মাঝে থাকাই ভালো, না হলে এসব কথা পাড়া-প্রতিবেশী জেনে গেলে মান-ইজ্জতের ফালুদা হয়ে যাবে! 

১. চেয়ারের উপর কাপড়ের স্তুপে সর্বোচ্চ কত দিনের আধোয়া জামা কাপড় জমে আছে 

২. রুমের ফ্যানগুলো শেষ কবে সুন্দর করে পরিষ্কার করা হয়েছিল 

৩. আলমারি, টেবিল কিংবা বুকশেল্ফের উপর কত সেন্টিমিটার পর্যন্ত ধূলাবালি জমে আছে 

৪. জানালার পর্দাগুলো কয় মাস-বছর ধরে পরিষ্কার করা হয় না 

৫. রুমের কার্পেটের উপর সেই কবে চা-কফি পড়ার পরেও তা পরিষ্কার করা হয়নি 

৬. রুমের কোণায় কোণায় থাকা ঝুল আর মাকড়সার জালগুলো কেন পরিষ্কার করা হয় না 

SHARE THIS ARTICLE