Quiz: জেনে নিন কোন অভিনব খাবারের কম্বোটি আপনার ট্রাই করা উচিত

by Bishal Dhar
০৭:৫০, ১৩ অক্টোবর ২০২২
জীবন মানেই “জি বাংলা”, না মোটেও না। জীবন মানেই হচ্ছে খাবার, না খেলে বেঁচে থাকাই অসম্ভব। আজ তাই কুইজ খেলে জেনে নিন কোন অভিনব খাবারের কম্বোটি আপনার ট্রাই করা উচিত।
খাওয়া দাওয়ার পর মিষ্টি কিছু খাওয়ার জন্য নিচের থেকে একটি আইটেম বেছে নিন-
                                                                                                    রসমালাই
                                                                                                    সেমাই
                                                                                                    দই
                                                                                                    রসগোল্লা
কাচ্চির দাওয়াত গিয়ে কেউ পাটশাক দিয়ে ভাত খাওয়ালে তাকে কি করা উচিত বলে মনে করেন?
প্লেনের জানালা দিয়ে ফেলে দেওয়া উচিত
বুড়িগঙ্গার পানিতে ডোবানো উচিত
এক্সের সাথে আবার প্রেম করিয়ে দেওয়া উচিত
বদ্ধ ঘরে আটকে মাহফুজুর স্যারের গান শোনানো উচিত
নিচের কোন সবজিটি আপনার সবচেয়ে অপ্রিয়?
                                                                                                    করলা
                                                                                                    ঢেঁড়স
                                                                                                    শিম
                                                                                                    কুমড়া
নিজেকে কোন মিথ্যাটি অনেক বেশি বলেন?
এবারই শেষ আর বেশি খাব না
এবারই শেষ আর প্রেম করব না
কাল থেকে ব্যায়াম করব
কালকে থেকেই পড়তে বসবো
ভবিষ্যতে নিজের কোন বিষয়টি ঠিক করবেন?
সহজে মাথা গরম করবো না
নিজের সবকিছু গুছিয়ে রাখবো
খাওয়া দাওয়া কমাবো
কোনকিছু নিয়ে বেশি চিন্তা করবো না
SHARE THIS ARTICLE





























