Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

Quiz: কুইজে খেলে প্রমান করুন আপনি আসলে কোন লেভেলের ফুড জ্ঞানী!

Thumbnail

by Fariha Rahman

০৯:৪৫, ৫ নভেম্বর ২০২২

Quiz: কুইজে খেলে প্রমান করুন আপনি আসলে কোন লেভেলের ফুড জ্ঞানী!

দেশ হিসেবে বাংলাদেশ অনেক ছোট হলেও, আমাদের খাবারের মাঝে রয়েছে নানা বৈচিত্র্য। আর তাই আমরা খাবারের ব্যাপারে দারুন সৌখিন এবং ভোজনরসিক হলেও অনেক বিখ্যাত খাবার সম্পর্কেই হয়তো জানি না। আবার আমরা অনেকেই হয়তো দেশের নানার প্রান্তে ঘুরেছি কিন্তু হয়তো সেইসব জায়গার বিশেষ খাবারগুলো সম্পর্কে না জেনেই ফেরত চলে এসেছি। আপনি তাহলে এই কুইজ খেলে দেখিয়ে দিন বাংলাদেশ বিভিন্ন জেলার বিখ্যাত খাবার সম্পর্কে আপনার জ্ঞান কতদূর। 

বালিশ মিষ্টির জন্য কোন জেলা বিখ্যাত?

নেত্রকোনা
টাংগাইল 
ছানার জিলাপির জন্য বিখ্যাত কোন জেলা?

বাগেরহাট
গোপালগঞ্জ
৭ রঙের চা পান করতে আপনাকে যেতে হবে-

শ্রীমঙ্গল
রাঙামাটি 
কুষ্টিয়া, নিচের কোনটির জন্য বিখ্যাত? 

তিলের খাঁজা
পেরা সন্দেশ 
কোন জেলার ছানার পায়েস বিখ্যাত?  

লক্ষীপুর
শেরপুর
মহিষের দুধের দই পাওয়া যায় কোন জেলায়? 

ভোলা
মানিকগঞ্জ
মহেশখালীর __?

সাগর কলা
মিষ্টি পান
কোনটি সঠিক?

নাটোরের চমচম 
নাটোরের কাঁচাগোল্লা
  • কুইজ

  • Quiz: কুইজে খেলে প্রমান করুন আপনি আসলে কোন লেভেলের ফুড জ্ঞানী!

/

Correct

quiz

SHARE THIS ARTICLE