Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

Quiz: জেনে নিন আপনি বাংলাদেশি স্ট্রিট ফুড কত ভালোভাবে চিনেন!

Thumbnail

by Nabila Faiza Islam

২০:৪৭, ২০ ডিসেম্বর ২০২২

Quiz: জেনে নিন আপনি বাংলাদেশি স্ট্রিট ফুড কত ভালোভাবে চিনেন!

আমরা যতই বড় বড় রেস্টুরেন্টে খাই না কেন, স্ট্রিট ফুডের ব্যাপারটাই কিন্তু আলাদা। বাংলাদেশি স্ট্রিট ফুড হয়তো আপনি অনেক খান, কিন্তু কখনো যাচাই করে দেখেছেন কি সেই  স্ট্রিট ফুড আপনি আসলে কতো ভালোভাবে চিনেন? কুইজ খেলে জেনে নিন বাংলাদেশি স্ট্রিট ফুডের ব্যাপারে আপনার কতটুকু ধারণা আছে। 

ঢাকা ইউনিভার্সিটি এলাকার টিএসসির মোড়ের কোন চা সবচেয়ে বিখ্যাত?

দুধ চা
রঙ চা
আদা চা
মালটোভা চা
ধানমন্ডি ৫/এ, মেডিনোভা হাস্পাতালের সামনে কোন স্ট্রিট ফুড খাওয়ার জন্য সবাই যায়?

ফুচকা আর ভেলপুরি
শিক কাবাব
পেয়াজু বেগুনি
ডালপুরি আলুপুরি
ঢাকা ইউনিভার্সিটির সামনে এমন কোন ভর্তা বিক্রি হয় যা আনকমন ও লোভনীয়?

আলু ভর্তা
জাম ভর্তা
স্ট্রবেরি ভর্তা
কদবেল ভর্তা
চিতই পিঠার সাথে কোন ভর্তা সাধারণত বিক্রি হয়?

মরিচ আর শুটকি ভর্তা
আলু ভর্তা
বেগুন ভর্তা
আমড়ার ভর্তা
পুরান ঢাকার কোন দোকানের লাচ্ছি বিখ্যাত খাবারের মধ্যে একটি?

হাজির লাচ্ছি
বিউটি লাচ্ছি
নান্না লাচ্ছি
সুলতানি লাচ্ছি
লালবাগ রোডে কোন চটপটির দোকান দই ফুচকার মতো স্ট্রিট ফুড বিক্রির জন্য বিখ্যাত?

মামা চটপটি হাউজ
ভাই ভাই চটপটি দোকান
মায়ের দোয়া চটপটি দোকান
মা-বাবার দোয়া চটপটি হাউজ
পুরান ঢাকার কোন আদিকালের খাবারের দোকান রাস্তার ধারে ভাজা-পোড়া বিক্রি করে? 

চাচার হোটেল
মামা ভাগিনা হোটেল
সামাদের হোটেল
মায়ের দোয়া হোটেল
মুখে দিলেই মিলিয়ে যায় এমন স্ট্রিট ফুড নিচের কোনটি?

কটকটি
হাওয়াই মিঠাই
সন্দেশ
খাজা ভাজা
ফেনী আর নোয়াখালী অঞ্চলের কোন পিঠা স্ট্রিট ফুড হিসেবে বিখ্যাত? 

ভাপা পিঠা
পুলি পিঠা
চিতই পিঠা
খোলাজা পিঠা
পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত শুকনো স্ট্রিট ফুডের মধ্যে একটি কোনটি?

পেয়াজু
বেগুনি
বাকরখানি
ডিমের কেক
  • কুইজ

  • Quiz: জেনে নিন আপনি বাংলাদেশি স্ট্রিট ফুড কত ভালোভাবে চিনেন!

/

Correct

quiz

SHARE THIS ARTICLE