Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • কস্কি মমিন

যে ৮টি লক্ষণ থাকলে বুঝবেন আপনার সঙ্গী হয়তো আপনার সাথে আর থাকতে চায় না

Thumbnail

by Bishal Dhar

১৫:৫৯, ১২ অক্টোবর ২০২২

যে ৮টি লক্ষণ থাকলে বুঝবেন আপনার সঙ্গী হয়তো আপনার সাথে আর থাকতে চায় না

ঝামেলা সব সম্পর্কেই থাকে, কম-বেশি ঝগড়া সবারই তাদের সঙ্গীর সাথে হয়, কিন্তু সেগুলো যখন দিন দিন বাড়তে থাকে এবং তাদের কোন কিছুর দ্বারাই আর খুশি করা যায় না, তখন আপনার বুঝে নিতে হবে আপনার সঙ্গীটি হয়তো আপনার সাথে আর থাকতে চায় না।

১. কথাবার্তা খুব কম হয় এখন এবং যা হয় তার বেশিরভাগই আপনি বলেন

২. Unresolved fights এর পরিমাণ বেড়ে যাওয়া। ঝামেলা সবার মধ্যেই হয় কিন্তু আপনাদেরগুলো এখন আর খুব একটা Solve হয় না

৩. আপনাকে ছাড়াই সে এখন অনেক প্ল্যান করে ফেলে

৪. Future goal সংক্রান্ত কোন প্রকার আলোচনাই সে আপনার সাথে আর করে না

৫. একসাথে থাকলে আপনাদের ঝগড়াই বেশি হয়

৬. সে এমন এমন Demand করে বসে, যেগুলো আপনার পক্ষে মেটানো সম্ভব না এবং কোনভাবেই তাকে খুশি রাখা যায় না

৭. আপনার কোন প্রকার অর্জনেই তাকে আর আনন্দিত হতে দেখা যায় না

৮. আপনি বিপদে পড়লেও তাকে এখন আর আগের মত পাশে পান না

SHARE THIS ARTICLE