Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যেসব মেয়েরা রান্না করতে জানে না, তাদের যে ধরনের ব্যাপার সহ্য করতেই হয়

Thumbnail

by Maisha Farah Oishi

১১:০৭, ৩০ মার্চ ২০২৩

যেসব মেয়েরা রান্না করতে জানে না, তাদের যে ধরনের ব্যাপার সহ্য করতেই হয়

যারা একা থাকে তাদের জন্য রান্না করতে জানা অনেকটাই আবশ্যক। আর এমনিতেও এটি একটি বেসিক লাইফ স্কিল যা প্রত্যেকেরই জানা থাকা উচিত। তবে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, মেয়েদের জন্য রান্না করতে জানা আমাদের সমাজে এক প্রকার শর্ত। তাই যেসব মেয়েরা রান্না করতে জানে না, তাদের হাস্যকর কিছু সমস্যার সম্মুখীন হতে হয়

১. "কে তোকে বিয়ে করবে?" সবাই এমন প্রশ্ন করে! 

২. শখ করে একটু রান্না করতে গেলেও আম্মু নিজের কাজ বেড়ে যাবে বলে তা করতে দেয় না!

৩. পানি গরম আর ডিম সিদ্ধ ছাড়া কোনো কিছু একেবারে আয়ত্তের বাইরে থাকে। খুব বেশি হলে দৌড়টা থাকে একটু নুডলস রান্না করার চেষ্টা করা পর্যন্তই  

৪. এক্সপেরিমেন্টাল রান্নাগুলো কেউ খেতেও চায় না 

৫. রান্নায় মশলাপাতি আর পরিমাণের ব্যাপারগুলো কিছুতেই মাথায় ঢুকতে চায় না 

৬. পেঁয়াজ কাটার আগেই নিজের কান্না চলে আসে 

৭. আত্মীয়স্বজন এবং আন্টিমহল প্রায়ই রান্না নিয়ে জ্ঞান দিতে চায় 

৮. কখনো শেখার উদ্দেশ্যে সহজ কিছু রান্না করতে গেলেও রান্নাঘরের সবকিছু এলোমেলো হয়ে যায়!

SHARE THIS ARTICLE