Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

ছোটকালের যে জিনিসগুলোর ব্যাপারে ভাবলেই নস্টালজিক হয়ে যেতে হয়

Thumbnail

by Nabila Faiza Islam

১৮:৫৬, ৮ জুন ২০২৩

ছোটকালের যে জিনিসগুলোর ব্যাপারে ভাবলেই নস্টালজিক হয়ে যেতে হয়

পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দেয় এমন অনেক জিনিসই কিন্তু আছে। শৈশবের কিছু কিছু জিনিস এখনো নিয়ে আসে নস্টালজিয়ার জোয়ার। কিন্তু কি সেই জিনিসগুলো?

১. ক্যাসেট প্লেয়ার - ক্যাসেট প্লেয়ারে ছোটকালে আমরা অনেকেই গান শুনেছি। সেই সাথে ক্যাসেট প্লেয়ারে মিক্সটেপ বানিয়ে প্রিয়জনকে অনেকেই দিতো।

২. কটকটি - ছেলেবেলায় শক্ত এবং একই সাথে মিষ্টি কটকটিতে কামড় দেওয়ার যেন মজাই আলাদা ছিল।

৩. ল্যান্ডলাইন - একটা সময় ছিল যখন ল্যান্ডলাইন ছাড়া কেউ কাউকে ফোনই করতো না!

৪. রিল ভরা ক্যামেরা - যখন আধুনিক যুগের মতো কারো হাতে মোবাইলের ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন সবাই রিল ক্যামেরাই ব্যবহার করতো। 

৫. হাওয়াই মিঠাই - মুখে দিলেই মিলিয়ে যায়, এই জিনিসটার সাথে আমাদের অনেকেরই ছোটকালের বহু স্মৃতি জড়িয়ে আছে।

৬. চিঠি - একটা সময় ছিল যখন কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ‍্যাপে কারো খোঁজ নিতে ফোন করতে পারত না। তখন চিঠিই ছিল একমাত্র ভরসা। 

৭. সুপার মারিও গেম - অনেকেরই শৈশব মানে ছিল কম্পিউটারের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা সুপার মারিও গেম খেলা। 

৮. ইয়ো-ইয়ো - সময় কাটানোর জন্য প্রিয় খেলনাগুলোর তালিকায় ইয়ো-ইয়ো সবসময়ই থাকত। 

SHARE THIS ARTICLE