Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

যেমন ছিল ছোটবেলার বিজয় দিবস, মিলিয়ে দেখুন তো আপনার স্মৃতিগুলোও কি একই কিনা?

Thumbnail

by Bishal Dhar

১০:৫৫, ১৬ ডিসেম্বর ২০২২

যেমন ছিল ছোটবেলার বিজয় দিবস, মিলিয়ে দেখুন তো আপনার স্মৃতিগুলোও কি একই কিনা?

সময়ের সাথে সাথে পাল্টায় মানুষের চাহিদা আর উদযাপন। একসময় যা ছিল অনেক আনন্দের বিষয়, এখন আর তাকে ভালো লাগে না। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমরা কেমন যেন নিরস হয়ে যাই। যেমন ধরুন, ছোটবেলায় বিজয় দিবস মানেই আমাদের কাছে একটা উৎসবের দিন ছিল। বাড়িঘর পতাকা দিয়ে সাজিয়ে ফেলা, সারাদিন টিভির সামনে বসে থাকা এসব আমাদের যে পরিমাণ আনন্দ দিত, এখন কিন্তু আর তেমন নেই। এখন বিজয় দিবস মানেই নিছক ছুটির দিন বা ঘুমানোর দিন, আমাদের অধিকাংশের কাছে। তাই একটু ছোটবেলায় ফিরে যাওয়া যাক, চলুন দেখি কেমন ছিল আমাদের ছোটবেলার বিজয় দিবসগুলো।

১. ছোটবেলার বিজয় দিবস মানে পুরো বাসা এবং বাসার ছাদ পতাকা দিয়ে সাজিয়ে ফেলা

২. ছোটবেলার বিজয় দিবস মানে রাত ১২টায় এলাকার সবাই মিলে একসাথে জাতীয় সংগীত গাওয়া

৩. ছোটবেলার বিজয় দিবস মানে সকালে স্কুলে টিভি ছেড়ে স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের অংশ্রগ্রহনে প্যারেড দেখা

৪. ছোটবেলার বিজয় দিবস মানে দুপুরবেলা সবাই মিলে একসাথে মুক্তিযুদ্ধের সিনেমা দেখা

৫. ছোটবেলার বিজয় দিবস মানে বাবা-মায়ের সাথে বিকেলবেলা ঘুরতে যাওয়া

৬. ছোটবেলার বিজয় দিবস মানে গালে কপালে মেলায় গিয়ে পতাকা আঁকানো

৭. ছোটবেলার বিজয় দিবস মানেই এইদিন কেউ পড়াশোনার কথা তুললেই উল্টা ঝাড়ি দেওয়া

৮. ছোটবেলার বিজয় দিবস মানেই সারাদিন শেষে “হায় হায় শেষ হয়ে গেল বিজয় দিবস?” বলে সন্ধ্যায় হা-হুতাশ করা

SHARE THIS ARTICLE

Trending NOW