Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যে ১০টি ডায়ালগের কপিরাইট শুধুমাত্র বাংলাদেশি বাবাদেরই

Thumbnail

by Bishal Dhar

১১:০০, ১৮ জুন ২০২৩

যে ১০টি ডায়ালগের কপিরাইট শুধুমাত্র বাংলাদেশি বাবাদেরই

আপনি কি বাংলাদেশি? তাহলে আপনি দেশে কিংবা দেশের বাইরে, পৃথিবীর যে প্রান্তেই বেড়ে ওঠেন না কেন। আর সবার মত আপনিও বাবার কাছে থেকে নিচের কথাগুলো কমবেশি শুনেছেন। কারণ এসব ডায়লগের উপর কপিরাইট সারা পৃথিবী জুড়ে একমাত্র বাংলাদেশি বাবাদেরই আছে।

১. আমার বয়সে যখন আসবি তখন বুঝবি

২. এসবই যদি করার ছিলো, তাহলে পড়ালেখা করলি ক্যান?

৩. পাশের বাসার অমুক সাহেবের ছেলে/মেয়েদের দেখ

৪. লোকে কি বলবে?

৫. টাকা তো গাছে ধরে, তাই না?

৬. আমি যখন তোর বয়সী ছিলাম…..

৭. আসল কথা বল কত টাকা চাই?

৮. জীবনে এইসব বন্ধুবান্ধব কোন কাজে আসবে না

৯. কি করবি জীবনে, কিছু ভাবলি?

১০. ঐদিন না টাকা দিলাম, আবার এত টাকা দিয়ে কি করবি?

SHARE THIS ARTICLE