Menu
menu-icon close
  • ভাল্লাগসে

জীবনের যে ৬টি ধাপে হাল ছেড়ে দেয়াই উচিত সিদ্ধান্ত

Thumbnail

by Fariha Rahman

০৯:৫৪, ৮ অক্টোবর ২০২২

জীবনের যে ৬টি ধাপে হাল ছেড়ে দেয়াই উচিত সিদ্ধান্ত

হাল ছেড়ো না কিংবা সবসময় চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, এমন কথা আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি। তবে আমাদের কখনো শিখানো হয় না, কখন হাল ছেড়ে দেয়াই সর্বোত্তম পন্থা। যতই আমরা বলি না কেন Its never ok to give up! কিন্তু বাস্তব জীবনে নিজের ভালোর জন্য কিছু কিছু সময়ে Give up করে নতুন করে শুরু করাই শ্রেয়।

১. যখন কেউ আপনার কথা না শুনে নিজ থেকেই মাতব্বরি করা পছন্দ করে, তখন তাকে বোঝানোর চেষ্টা বন্ধ করে দেয়া উচিত

২. যখন উপকার করতে গিয়ে বরং তার কাছে সেটার কৈফিয়ত দিতে হয়, তখন নিজ থেকে অন্যের উপকার করা বন্ধ করে দেয়া উচিত

৩. যখন দুইজনের প্রচেষ্টার পরও প্রেম টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়, তখন একে অপরের উপর দোষ না চাপিয়ে, মুভ অন করাই উচিত

৪. যত ভালো আইডিয়াই হোক না কেন, যখন আপনাকে সেটা কোনো রেজাল্ট এনে দেয় না, তখন জেদ ধরে একই লুপে না পড়ে থেকে বরং নতুন কিছু নিয়েই আগানো উচিত

৫. যখন বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না তখন সেই নামমাত্র বন্ধুত্ব থেকে সরে আসাই উচিত

৬. যখন প্রফেশনাল লাইফ এক প্রকার বোঝা হয়ে দাঁড়ায়, তখন সব ছেড়ে দিয়ে আবারো নতুন করে কিছু গড়ার প্রচেষ্টা করা উচিত

SHARE THIS ARTICLE