Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৭টি বিষয় নিয়ে আমরা বাংলাদেশিরা একটু বেশিই ইমোশনাল

Thumbnail

by Bishal Dhar

১০:০৭, ৭ নভেম্বর ২০২২

যে ৭টি বিষয় নিয়ে আমরা বাংলাদেশিরা একটু বেশিই ইমোশনাল

আমাদের বাংলাদেশিদের রক্তে হিমোগ্লোবিন কম ইমোশন বেশি, কারণ আমরা কথায় কথায় ইমোশনাল হয়ে পড়ি। ইমোশনাল হওয়াটা আমাদের বাংলাদেশিদের কাছে একপ্রকার অধিকারের মত, তবে কিছু কিছু বিষয়ে আমরা একটু বেশিই ইমোশনাল হয়ে যাই। চলুন আজ সেগুলোই একটু জেনে নিই!

১. ক্রিকেট – ক্রিকেট খেলার সময় আমাদের রক্তে হিমোগ্লোবিন কমে গিয়ে ইমোশন বেড়ে যায়

২. প্রেম-পিরিতি – প্রেম নিয়ে আমাদের ব্যাপক ইমোশন, এ ব্যাপারে কোন এক কবি বলে গিয়েছেন এক্সের কথা ভেবে কাঁদে না যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন

৩. বিরিয়ানি – বিরিয়ানি পেলে আমরা যেন অন্য দুনিয়ায় চলে যাই, আর তাই বিরিয়ানির প্রস্তাব “না” করার দুঃসাহস কোন বাংলাদেশিই দেখায় না

৪. বাবা-মা – বাবা-মাকে নিয়ে আমাদের ইমোশনের একটুও কমতি নেই. এ নিয়ে আশা করি নতুন করে কিছু বলতে হবে না

৫. স্যাড সং – জীবনে কোন দুঃখ না থাকলেও কেন যেন বাংলাদেশিরা স্যাড সং শুনলেই ইমোশনাল হয়ে যায়. কেউ কেউ তো স্যাড সং শোনার জন্য নিজের দুঃখ মনে করার ট্রাই করে

৬. বিয়েশাদি – বিয়েশাদী মানেই আমাদের কাছে একটা আস্ত ইমোশনাল ব্যাপার। মেয়ে দেখা থেকে শুরু করে, গায়ে হলুদ, বিয়ে এবং বিয়ের সময় মেয়ে বিদায়ের মুহূর্ত দেখলেই তা বুঝা যায়

৭. সোশ্যাল মিডিয়া – ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যেকোনো ইমোশনাল কিছু পেলেই হলো, তা শেয়ার না করে যেন আমাদের পেটের ভাতই হজম হয় না

SHARE THIS ARTICLE