Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যেসব ঘটনা Humanity এর উপরে আমাদের আস্থা ফেরত আনে

Thumbnail

by Nabila Faiza Islam

২০:৫২, ২৪ জুন ২০২৩

যেসব ঘটনা Humanity এর উপরে আমাদের আস্থা ফেরত আনে

Humanity, এই জিনিসটা যেন এখন চারপাশের অনেকেরই নেই। কিন্তু তবুও কিছু কিছু ঘটনার কারণে আমাদের humanity এর উপরে faith restored হয়। কি সেই ঘটনাগুলো?

১. গরম পড়লে আশেপাশের কুকুর-বিড়ালদের যখন কেউ পানি খাওয়ায়, আমাদের humanity-র উপরে faith restored হয়। 

২. কেউ যখন বৃদ্ধ কাউকে দেখলে বাসের সিট ছেড়ে দেয়, আমাদের humanity-র উপরে আশ্বাস আবারো জেগে উঠে। 

৩. পিরিয়ডের লিকেজ নিয়ে যখন কেউ উল্টাপাল্টা কথা বলে না বা হাসাহাসি করে না, তখন মনে হয় মানুষের মধ্যে মিনিমাম ম্যাচুরিটি আর হিউম্যানিটি আছে। 

৪. যখন কেউ নিজে থেকে কোনো বৃদ্ধ মানুষ বা gifted person কে রাস্তা পার হতে সাহায্য করে। 

৫. যখন আপনার bad day তে কেউ ভালো কথা বলে positivity ছড়িয়ে দেয়। 

৬. আপনার খারাপ সময়ে যখন কেউ পাশে দাঁড়িয়ে আপনাকে ম্যাক্সিমাম সাপোর্ট আর কম্ফোর্ট দেয়। 

৭. অচেনা কারো নাম্বারে ভুলে মোবাইল রিচার্জ চলে গেলে, যখন সে সেটা ব্যাক করে দেয়

৮. যখন কেউ কোনো অনাহারে থাকা মানুষকে খাবার কিনে দেয়।

SHARE THIS ARTICLE